দিন ও রাতের কৃতজ্ঞতা আদায় হয় যে দোয়ায়

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২

বান্দার হক হলো দিন ও রাতে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করবে। তার শুকরিয়া আদায় করার জন্য নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকালে ও সন্ধ্যায় একটি দোয়া পড়তেন। যে দোয়া পড়লে দিন ও রাতের শুকরিয়া আদায় হয়। কী সেই দোয়া?

ছোট্ট একটি দোয়া। হাদিসে পাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেছন, যে ব্যক্তি সকালবেলা এ দোয়াটি একবার পড়ব, তার দিনের শুকরিয়া আদায় হয়ে যাবে। অনুরূপভাবে যে সন্ধ্যাবেলা এ দোয়াটি একবার পড়বে, তার রাতেরও শুকরিয়া আদায় হয়ে যাবে। হাদিসে পাকে এসেছে-

হজরত আব্দুল্লাহ ইবনে গান্নাম রাদিয়া্ল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা বলে-

اللهُمَّ مَا اَصْبَحَ بِىْ مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيْكَ لَكَ فَلَكَ الْحَمْدُ وَ لَكَ الشُّكْرُ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা মা আসবাহাবি মিন নিমাতিন আও বি আহাদিন মিন খালক্বিকা ফামিনকা ওয়াহদাকা লা শারিকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু

অর্থ : ‘হে আল্লাহ! (আজ) সকালে আমি যে অনুগ্রহ পেলাম, অথবা তোমার প্রত্যেক সৃষ্টি যে অনুগ্রহ পেলো; তা সবই কেবল তোমারই দান তোমার কোনো অংশীদার নেই; তাই সব প্রশংসা কেবল তুমিই প্রাপ্য, আর কৃতজ্ঞতাও কেবল তোমারই

তাহলে তার ওদিনের শুকরিয়া (কৃতজ্ঞতা) আদায় হয়ে যায়; আর যদি কেউ সন্ধ্যার সময় এরূপ (জিকির) পাঠ করে, তার ওই রাতের কৃতজ্ঞতা আদায় হয়ে যায়।’ (আবু দাউদ)

আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে সকাল-সন্ধ্যা একবার করে এ দোয়াটি পড়ার মাধ্যমে দিন-রাতের শুকরিয়া আদায় করার তাওফিক দান করুন। হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।