যে দোয়া ৪ বার পড়লে জাহান্নাম থেকে মুক্তি

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১২ আগস্ট ২০২২

ছোট্ট একটি দোয়া। তাওহিদের স্বীকৃতি। ৪ বার পড়লেই আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। একবার পড়লে কী হবে, দুইবার পড়লে কী হবে তাও বর্ণনা করেছেন। সেই দোয়াটি কী?

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‌'যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় বলে-
اَللَّهُمَّ اِنِّىْ اَصْبَحْتُ أُشْهِدُكَ وَ أُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ وَ مَلَائِكَتَكَ وَجَمِيْعَ خَلْقِكَ أَنَّكَ أَنْتَ اللهُ لَا اِلَهَ اِلَّا أَنْتَ وَ اَنَّ مُحَمَّداً عَبْدُكَ وَ رَسُوْلُكَ
উচ্চারণ : 'আল্লাহুম্মা ইন্নি আসবাহতু উশহিদুকা ওয়া আশহাদু হামালাতা আরশিকা ওয়া মালায়িকাতাকা ওয়া জামিআ খালক্বিকা আন্নাকা আন্তাল্লাহু লা ইলাহা ইল্লা আন্তা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসুলুকা।'

অর্থ : 'হে আল্লাহ! আমি সকালে উপনীত হয়েছি। আমি সাক্ষী রাখছি তোমাকে, সাক্ষী রাখছি তোমার আরশ বহনকারী ফেরেশতাদেরকে এবং সব সৃষ্টিকে যে, তুমিই আল্লাহ, তুমি ছাড়া কোনো সার্বভৌম সত্তা নেই, আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার বান্দা ও রাসুল।'

(সে ব্যক্তি যদি তা একবার পাঠ করে) জাহান্নাম থেকে আল্লাহ ওই ব্যক্তির চার ভাগের এক ভাগকে মুক্তি দেবেন; যে দুবার পাঠ করে, আল্লাহ জাহান্নাম থেকে তার অর্ধেক মুক্তি দেবেন; যে তিনবার পাঠ করে, আল্লাহ জাহান্নাম থেকে তার চার ভাগের তিন ভাগকে মুক্তি দেবেন; আর যে চারবার পাঠ করে, আল্লাহ তাকে (সম্পূর্ণভাবে) জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন।' (আবু দাউদ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাওহিদের স্বীকৃতির এ দোয়াটি সকাল-সন্ধ্যা ৪ বার করে পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।