হাজিরা কাবা শরিফ প্রবেশে যে দোয়া পড়বেন

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৪ জুন ২০২২

মুসলিম উম্মাহ হজ-ওমরাহ পালনে কাবা শরিফ যাচ্ছেন। হজ-ওমরায় ইহরাম বাঁধার পর দ্বিতীয় কাজই হচ্ছে কাবা শরিফ তাওয়াফ করা। কাবা শরিফ প্রবেশেই রয়েছে নবিজীর শেখানো দোয়া। কী সেই দোয়া?

হারাম  শরিফের বাবুস সালাম তথা উঁচু স্থান দিয়ে কাবা শরিফে প্রবেশ করা উত্তম। কাবা শরিফে ডান পা দিয়ে প্রবেশ করতেই এ দোয়অ পড়া-

أَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ وَ بِوَجْهِهِ الْكَرِيْمِ وَ بِسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ اَللَّهُمَّ صَلِّى عَلَى مُحَمَّدٍ وَّ سَلِّمْ اَللَّهُمَّ افْتَحْلِىْ اَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ : ‘আউজু বিল্লাহিল আজিম, ওয়া বি-ওয়াঝহিহিল কারিম, ওয়া বি-সুলত্বানিহিল কাদিমি মিনাশ শায়ত্বানির রাঝিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া সাল্লিম, আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিকা।’

অর্থ : ‘আমি মহান ও তার চেহারা ও চিরন্তন কর্তৃত্বের আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর অনুগ্রহ ও শান্তি বর্ষন কর। হে আল্লাহ! তুমি আমার জন্য তোমার অনুগ্রহের দরজাসমূহ খুলে দাও।’ (আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত)

হাদিসের বিখ্যাত গ্রন্থ আবু দাউদ ও মিশকাতে এ দোয়ার ফজিলত সম্পর্কে এসেছে, এটি পাঠ করলে শয়তান বলে- ‘লোকটি সারা দিনের জন্য আমার থেকে নিরাপদ হয়ে গেলো।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হজ-ওমরা-জিয়ারতের উদ্দেশ্যে মসজিদে হারামে প্রবেশের সময় এ দোয়াটি পড়ার মাধ্যমে যাবতীয় কল্যাণ ও শয়তানের ক্ষতি থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।