কাবা শরিফ দেখেই হাজিরা যে দোয়া পড়বেন
হজ মুসলিম উম্মাহর মিলন মেলা। এতে অংশগ্রহণে সারাবিশ্ব থেকে জড়ো হয় মুমিন মুসলমান। একই গন্তব্যে ছুটে আসে আল্লাহ প্রেমিক বনি আদম। সবার মুখে থাকে তালবিয়া ও আল্লাহর প্রশংসা। কাবা শরিফ নিজ নয়নে দেখার সঙ্গে সঙ্গেই দুই হাত উঁচু করে বলে উঠে-
اَللهُ اَكْبَر
উচ্চারণ : ‘আল্লাহু আকবার’
অর্থ : ‘আল্লাহ মহান’
বিখ্যাত ফিকহ গ্রন্থ হেদায়া’র প্রণেতা শায়খুল ইসলাম বুরহান উদ্দিন আবুল হাসান আলি ইবনে আবু বকর আল-ফারগানি আল-মারগিনানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘যখন আল্লাহর ঘর ‘বাইতুল্লাহ’ দৃষ্টি সীমায় আসবে; তখন উচ্চারণ করবে-
اَللهُ اَكْبَر এবং لَا اِلَهَ اِلَّا الله
উচ্চারণ : ‘আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ’
হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘর দেখা মাত্রই বলতেন-
بِسْمِ اللهِ اَللهُ اَكْبَر
উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’।
কাবা ঘর দেখে নবিজীর দোয়া
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকাশের দিকে দুহাত ওঠিয়ে এভাবে দোয়া করতেন-
اَللهُمَّ زِدْ هَذَا الْبَيْتَ تَعْظِيْمًا وَ تَشْرِيْفًا وَ تَكْرِيْمًا وَ مَهَابَةً وَ زِدْ مَنْ شَرَّفَهُ وَ كَرَّمَهُ مِمَّنْ حَجَّهُ اَوِ اعْتُمَرَهُ تَشْرِيْفًا وَ تَكْرِيْمًا وَ تَعْظِيْمًا وَ بِرًّا اَللهُمَّ اَنْتَ السَّلَامُ وَ مِنْكَ السَّلَامُ حَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ
উচ্চারণ : আল্লাহুম্মা যিদ হাজাল বাইতা তাজিমান ওয়া তাশরিফান ওয়া তাকরিমান ওয়া মাহাবাতান; ওয়া যিদ মান শাররাফাহু, ওয়া কাররামাহু মিম্মান হাজ্জাহু আওয়িতামারাহু; তাশরিফান ওয়া তাকরিমান ওয়া তাজিমান ওয়া বিররান; আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়্যিনা রাব্বানা বিসসালাম।’
অর্থ : ’হে আল্লাহ! তুমি এ ঘরের মর্যাদা ও মহিমা এবং সম্মান ও সমীহ বৃদ্ধি করে দাও। যারা হজ করে, ওমরা করে এবং এই ঘরকে তাযিম ও সম্মান করে তাদেরও ইজ্জত, সম্মান, মর্যাদা ও সওয়াব বাড়িয়ে দাও। হে আল্লাহ! তুমিই তো ‘সালাম’ শান্তি; শান্তি তো তোমারই পক্ষ থেকে বর্ষিত হয়। সুতরাং হে আমাদের প্রভু! আমাদের সুখ ও শান্তিতে জীবিত রাখুন।’
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর হজের নিয়তকারীদের পবিত্র নগরী মক্কায় হজ-ওমরা-জিয়ারতে যাওয়ার তাওফিক দান করুন। কাবা শরিফ দেখার সঙ্গে সঙ্গে মহান আল্লাহর প্রশংসা করার তাওফিক দান করুন। নবিজীর শেখানো দোয়া পড়ার তাওফিক দান করুন। কাবা শরিফে নাজিল করা রহমতের অংশীদার হওয়ার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/জেআইএম