কারো নাম শুনলে কী বলবেন?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২৫ মে ২০২২

ঘরে কিংবা বাইরে আল্লাহ, নবি-রাসুল, সাহাবির নাম উচ্চারণ করতে শুনলে কী বলবেন? অনেকেই এসব নাম শুনে এর প্রতি উত্তরে কী বলতে হয় তা জানে না। তবে এসব নাম শুনলে নির্ধারিত কিছু শব্দ বলতে হয়। যা কল্যাণ ও সওয়াবের। সেগুলো কী?

. ‘আল্লাহনাম উচ্চরিত হলে কী বলতে হয়?

> আল্লাহর নাম উচ্চারিত হলে বলতে হয়- ‘আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ আল্লাহ তাআলা অতি পবিত্র ও মহান’।

. ‘মুহাম্মাদনাম উচ্চারিত হলে কী বলতে হয়?

> নবিজীর নাম উচ্চারিত হলে বলতে হয়- ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ অর্থাৎ তাঁর ওপর আল্লাহর অনুগ্রহ ও শান্তি বর্ষিত হোক’।

. অন্য নবিদের নাম উচ্চারিত হলে কী বলতে হয়?

> অন্য নবিদের নাম উচ্চারিত হলে বলতে হয়- ‘আলাইহিস সালাম অর্থাৎ তাঁর ওপর শান্তি বর্ষিত হোক’।

. নারী সাহাবিদের নাম উচ্চারিত হলে কী বলতে হয়?

> নারী সাহাবিদের নাম উচ্চারিত হলে বলতে হয়- ‘রাদিয়াল্লাহু আনহা অর্থাৎ আল্লাহ তাঁর ওপর রাজি/খুশি হোন’।

. পুরুষ সাহাবিদের নাম উচ্চারিত হলে কী বলতে হয়?

> পুরুষ সাহাবিদের নাম উচ্চারিত হলে বলতে হয়- ‘রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ আল্লাহ তাঁর ওপর রাজি/খুশি হোন’।

. মৃত মুসলিমের নাম উচ্চারিত হলে কী বলতে হয়?

> মৃত মুসলিমের নাম উচ্চারিত হলে বলতে হয়- ‘রাহিমাহুল্লাহ বা রাহমাতুল্লাহি আলাইহি অর্থাৎ আল্লাহ তাঁর প্রতি দয়া করুন বা তাঁর প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক’।

. জীবিত মুসলিমের নাম উচ্চারিত হলে কী বলতে হয়?

> জীবিত মুসলিমের নাম উচ্চারিত হলে বলতে হয়- ‘হাফিজাহুল্লাহ অর্থাৎ আল্লাহ তাঁকে হেফাজত করুন’।

উল্লেখিত বিষয়গুলো সাধারণ ও সহজ হলেও অনেকেই জানে না। এ নামগুলো শোনার পর গুণবাচক উত্তরের রয়েছে অনেক উপকারিতা। যার মধ্যে আল্লাহর প্রশংসা অন্যতম। এরপর সংশ্লিষ্ট সব সম্মানিত ব্যক্তির জন্য এগুলো বিশেষ দোয়া। আর কারো পেছনে দোয়া করলে ফেরেশতারা দোয়াকারীর জন্য দোয়া করে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর প্রশংসা ও নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরূদসহ সাহাবায়ে কেরাম এবং জীবিত-মৃত মুসলিমদের জন্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।