গর্হিত কাজ ও অজানা ক্ষতি থেকে মুক্তির দোয়া
নবিজীর একটি সুন্নাত আমল। অজানা মহামারি ও রোগ-ব্যাধি থেকে মুক্তির দোয়া। দুনিয়ার সব গর্হিত ও নিকৃষ্ট কাজ এবং সব ধরনের অশ্লীলতা, পর্নোগ্রাফি, চারিত্রিক কামনা-বাসনা, পরনারীর প্রতি আসক্তি থেকে বেঁচে থাকার নিয়মিত আমল। যা নামাজের সেজদায় পড়া উত্তম। পড়তে সহজ ও নিয়মিত আমলের এ দোয়াটি এসেছে হাদিসের বর্ণনায়-
হজরত যিয়াদ ইবনে ইলাক্বাহ রহমাতুল্লাহি আলাইহি তার চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَ الْاَدْوَاءِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আমালি ওয়াল আহওয়ায়ি, ওয়াল আদওয়ায়ি।’
অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে খারাপ (নষ্ট-বাজে) চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা এবং বাজে অসুস্থতা তথা নতুন সৃষ্ট (অজানা) রোগ-বালাই থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি)
সমকালীন অবস্থার প্রেক্ষাপটে দোয়াটি সবার জন্য খুবই উপযোগী। সময়ের সব খারাপ চরিত্র ও অজানা রোগ-ব্যাধি মহামারি ও আপদ-বিপদে দোয়াটির নিয়মিত আমল জরুরি।
মুমিন মুসলমানের উচিত, নামাজের সেজদায় দোয়াটি বেশি বেশি পড়াসহ সব সময় আল্লাহর কাছে এ দোয়ার আবেদন বেশি বেশি করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব ধরনের ফেতনা ও অজানা সব ক্ষতিকর বিষয় থেকে হেফাজত করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/জেআইএম