গুনাহ মাফ ও রিজিক বাড়ানোর দোয়া
নবিজী অনুসরণে দোয়া ও আমল করা সুন্নাত। তিনি উম্মতকে বিভিন্ন সময় নানান বিষয়ে দোয়া ও আমল করার কথা বলেছেন। সব আমলের আগেই তাঁর প্রতি দরুদ পড়া এসব কবুলের পূর্বশর্ত। তাই দরুদ পড়েই দোয়া ও আমল করতে হয়। গুনাহ থেকে মুক্তি ও রিজিকের অনুসন্ধানে একটি দোয়া পড়তেন নবিজী। কী সেই দোয়া?
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে মসজিদ থেকে বের হওয়ার সময় গুনাহ মাফ ও রিজিক চেয়ে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। তাহলো-
رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ
উচ্চারণ : ‘রব্বিগফির লি জুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা ফাদলিকা।’
অর্থ : ’হে আমার প্রভু! আপনি আমার সব পাপ ক্ষমা করুন এবং আমার জন্য আপনার রিজিকের দরজাগুলো খুলে দিন।’ (তিরমিজি)
হাদিসে পাকে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেন-
হজরত ফাতেমা আল-কুবরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মসজিদে থেকে বের হতেন তখনও মুহাম্মাদের (নিজের) প্রতি দরুদ ও সালাম পাঠ করতেন এবং বলতেন-
رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ
‘রব্বিগফির লি জুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা ফাদলিকা।’
অর্থ : ‘হে আমার প্রভু! আপনি আমার সব পাপ ক্ষমা করুন এবং আমার জন্য আপনার রিজিকের দরজাগুলো খুলে দিন।’ (তিরমিজি, ফজলুস সালাত আলান্নাবি, তামাতুল মিন্নাহ)
নবিজীর অনুসরণে সবার উচিত, এ দোয়াটি বেশি বেশি পড়া। গুনাহমুক্ত জীবন গড়ার পাশাপাশি নিজেদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গুনাহ থেকে মুক্তির পাশাপাশি রিজিক বৃদ্ধির জন্য এ দোয়াটি বেশি বেশি করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এএসএম