ঈদের দিনের গুরুত্বপূর্ণ ২০ আমল

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১০:০২ এএম, ৩০ এপ্রিল ২০২২

১. ২৯ রমজান ঈদের চাঁদ উঠেছে কি-না, তা দেখা।
২. এ দিন চাঁদ না উঠলে ৩০ রমজানও চাঁদ দেখা, যদিও এ দিন চাঁদ দেখা না গেলেও পরদিন ১ শাওয়াল তথা ঈদুল ফিতর হবে।
৩. ঈদের চাঁদ তথা নতুন চাঁদ দেখে দোয়া পড়া।
৪. ঈদের রাত হলো ইবাদতের বিশেষ রাতগুলোর অন্যতম। তাই ঈদের রাতে বেশি বেশি নফল ইবাদত-বন্দেগিতে মশগুল থাকা।
৫. শারীরিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন করা।
৬. হাত-পায়ের নখ কাটা ও গোঁফ ছোট করা।
৭. সকালে গোসল করা।
৮. সকালে মিষ্টান্ন গ্রহণ করা।
৯. নতুন পোশাক বা সাধ্য ও সামর্থ অনুযায়ী সুন্দর ও উত্তম ইসলামি লেবাস পোশাক পরিধান করা।
১০. সদকাতুল ফিতর আদায় করা (আগে আদায় করলেও হবে)।
১১. পুরুষগণ ও ছেলেরা ঈদের মাঠে যাওয়া ও ঈদের জামাতে শামিল হওয়া।
১২. ঈদের খুতবা শোনা।
১৩. সম্ভব হলে ঈদগাহে এক পথে যাওয়া ও অন্য পথে ফেরা।
১৪. ঈদের মাঠে যাওয়া-আসার পথে আস্তে আস্তে তাকবির বলা।
১৫. স্থানীয় কবর ও আত্মীয়-স্বজনদের কবর জেয়ারত করা।
১৬. একে অন্যকে আপ্যায়ন করানো।
১৭. ঈদ মোবারক বলে উচ্ছ্বাস প্রকাশ করা।
১৮. অসহায় ও প্রতিবেশীর খোঁজখবর নেওয়া।
১৯. জাকাত, ফেতরা বা নফল সদকার মাধ্যমে অসহায়ের পাশে দাঁড়ানো।
২০. সর্বোপরি সব কাজে ও কথায় ইসলামি রীতির পূর্ণ খেয়াল রাখা।

(আল ফিকহুল ইসলামি)।

মুনশি/এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।