নবিজী (সা.) যে ৪ আমল কখনো ছাড়তেন না

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২২

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পুরো জীবনই ছিল আমলে ভরপুর। এক কথায় বলতে গেলে তাঁর জীবনের সব কাজই কল্যাণ ও নেয়ামতে ভরপুর আমল। তিনি নিয়মিত ৪টি আমল করতেন। কখনো এ আমলগুলো ছাড়তেন না। ৪টি আমলের মধ্যে একটি প্রতিদিনের নিয়মিত আমল। একটি প্রত্যেক মাসের নিয়মিত পালন করতেন। আর দুটি নির্ধারিত দুই মাসে পালন করতেন। নবিজী নিয়মিত আমলগুলো কী?

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ৪টি আমল নিয়মিত করতেন, তা কখনো ছাড়তেন না; তাহলো-

১. প্রতিদিন ফজরের আগে দুই রাকাত সুন্নাত নামাজ পড়া।

২. প্রত্যেক আরবি মাসের মধ্যবর্তী ৩দিন (আইয়ামে বিজের) রোজা রাখা।

৩. প্রতি বছর মহররম মাসে ১০ তারিখ ‘আশুরার রোজা’ রাখা।

৪. প্রত্যেক হিজরি বছরের শেষ মাস জিলহজের প্রথম দশকের রোজা রাখা। (মুসনাদে আহমাদ)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, প্রতিদিন ফজরের সুন্নাত নামাজ আদায় করা। কেননা নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো ফজরের সুন্নাত এবং বিতরের নামাজ ছাড়তেন না। প্রতি আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ আইয়ামে বিজের রোজা রাখা। মহররম মাসে আশুরার রোজা রাখা এবং জিলহজ মাসের প্রথম দশক রোজা রাখা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত ৪টি আমল যথাযথভাবে আদায় করে সুন্নাতের অনুসরণ ও অনুকরণে নিজেদের রাঙানোর তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।