মানুষের ৫ নেক আমল যে ৩ কাজে ধ্বংস হয়ে যায়

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১২ জানুয়ারি ২০২২

নেক আমল মুমিনের সর্বোত্তম সম্পদ। আল্লাহ ও তাঁর রাসুলের দেখানো পথে চলার মাধ্যমেই মানুষ নেক আমল ও সওয়াব অর্জন করে। অথচ শয়তান মানুষের বিশেষ ৫ নেক আমলকে ৩ কাজের দ্বারা ধ্বংস করে দেয়। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দরভাবে তা তুলে ধরেছেন। তাহলো-

১. আলেমদের ইলম বা জ্ঞান। যা পথহারা মানুষকে সঠিক পথ নির্দেশনা দেয়।

২. সমাজের দায়িত্বশীল নেতার সুবিচার। যার মাধ্যমে তারা মানুষকে সঠিক ফয়সালা দেয়।

৩. ইবাদাত-বন্দেগিতে মশগুল লোকদের ভালো কাজ। যা মানুষকে আল্লাহর ভয় ও মহব্বত তৈরিতে উদ্বুদ্ধ করে।

৪. ব্যবসা পরিচালনাকারীদের আমানত। যারা হালাল ও হারাম মেনে ব্যবসা পরিচালনা করে। ব্যবসার সবক্ষেত্রে আমানত রক্ষা করে।

৫. উপদেশ দানকারীদের নসিহত। যারা ইলম বা জ্ঞান থেকে বঞ্চিত মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার উপদেশ দেয়।

শয়তান কৌশলে ৩টি কাজের মাধ্যমে উল্লেখিত পাঁচ শ্রেণির মানুষের এসব ভালো কাজগুলো ধ্বংস করে দেয়। তাহলো-

১. শয়তান মানুষকে রিয়া বা লোক দেখানো প্ররোচনা দিয়ে ইলম, সুবিচার ও ইবাদাতকে বরবাদ করে দেয়। কেননা লোক দেখানো মনোভাবের যে কোনো আমলই ধ্বংস বয়ে আনে।

২. শয়তান ব্যবসায়ীদের আমানতের খিয়ানতে উৎসাহী করতে মারাত্মক আক্রমণ করে।

৩. প্রতারণার মাধ্যমে দ্বীনের উপদেশকে কলংকিত করতে শয়তান প্রচণ্ড চেষ্টা চালায়।

মনে রাখতে হবে

দুনিয়া হলো একটি বাগান। এ বাগানে যারা ভালো কাজ করবে তাদের বাগান সৌন্দর্যমণ্ডিত হবে। আর যারা এতে শয়তানের ধোঁকায় নিজেকে সঁপে দেবে; তারাই হবে ক্ষতিগ্রস্ত। তাই শয়তান থেকে সাবধান। উল্লেখিত পাঁচটি আমল করার ক্ষেত্রে শয়তান থেকে বেশি বেশি মুক্তি কামনা করা এবং সতর্ক থাকা জরুরি।

আল্লাহ তাআলা উল্লেখিত প্রত্যেকটি বিষয়ে শয়তান থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।