উপকারী জ্ঞান পবিত্র রিজিক ও কবুলযোগ্য আমলের জন্য দোয়া

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২২

ছোট্ট একটি দোয়া। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়মিত দিনের শুরুতে এই দোয়ার আমলটি করতেন। যাতে রয়েছে গুরুত্বপূর্ণ তিনটি আবেদন। এ দোয়ার বরকতে মহান আল্লাহ বান্দাকে দান করতে পারেন- উপকারি জ্ঞান, পবিত্র রিজিক ও কবুলযোগ্য আমল। ছোট্ট দোয়াটি এসেছে হাদিসের বর্ণনায়-

হজরত উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজের সালাম ফিরিয়ে বলতেন-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইয়্যেবা ওয়া আমালান মুতাক্বাব্বালা।’
অর্থ : ‘হে আল্লাহ্! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও এবং কবুল হওয়ার যোগ্য কর্মতৎপরতা প্রার্থনা করি।’ (ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, দিনের শুরুতেই উপকারি জ্ঞান অর্জন, পবিত্র ও হালাল রিজিক পাওয়া এবং কবুলযোগ্য সব আমল বা কাজ করার তাওফিক কামনায় দোয়াটি নিয়মিত পড়া। হাদিসের ওপর যথাযথ আমল করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উপকারি জ্ঞান, হালাল ও পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল করতে এ দোয়াটি পড়ে সাহায্য প্রার্থনার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।