সুন্নত ইতেকাফের জন্য কখন মসজিদে প্রবেশ করতে হবে?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২০ মার্চ ২০২৫
বিশ রমজান বিকেলেই ইতেকাফের নিয়তে মসজিদে প্রবেশ করতে হবে

রমজানের শেষ দশ দিনের একটি গুরুত্বপূর্ণ আমল ইতেকাফ করা অর্থাৎ সওয়াবের নিয়তে দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর নিয়ে কোনো মসজিদে অবস্থান করা। রমজানের শেষ দশ দিনের এই ইতেকাফ শরিয়তে সুন্নতে মুআক্কাদা কেফায়া। কোনো মহল্লা বা এলাকা থেকে একজন ইতেকাফ করলে পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে। কেউ ইতেকাফ না করলে সবাই গুনাহগার হবে। আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) রমজানের শেষ দশ দিন ইতেকাফ করতেন। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

আয়েশা (রা.) বলেন, নবিজি (সা.) মৃত্যুর পূর্ব পর্যন্ত রমজানের শেষ দশ দিন ইতেকাফ করেছেন। এরপর তার স্ত্রীগণও (তার সুন্নত অনুসরণ করে রমজানের শেষ দশ দিন) ইতেকাফ করতেন। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

বিজ্ঞাপন

আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রমজানের প্রথম দশ দিন ইতেকাফ করেছিলেন। এরপর তিনি মাঝের দশ দিন একটি তুর্কি তাবুতে ইতেকাফ করলেন, যার দরজায় একটি চাটাই ছিল। একদিন রাসুল (সা.) চাটাইটি হাতে নিয়ে একপাশে সরিয়ে রাখলেন, তারপর মাথা বের করে লোকদের সাথে কথা বললেন। লোকেরা তার কাছে এগিয়ে গেলো। তিনি বললেন, আমি প্রথম দশ দিন ইতেকাফ করেছি এই রাত (লাইলাতুল কদর) অনুসন্ধানের জন্য। এরপর আমি মাঝের দশ দিন ইতেকাফ করেছি। তারপর আমাকে জানানো হয়েছে যে, এটি (লাইলাতুল কদর) শেষ দশকে রয়েছে। তাই আপনাদের মধ্যে যারা ইতেকাফ করতে চান, তারা যেন ইতেকাফ করেন। এরপর লোকেরা তার সাথে ইতেকাফ করল। (সহিহ মুসলিম)

সুতরাং রমজানে যারা সুন্নত ইতেকাফ করতে চান, তাদের রমজানের পুরো শেষ দশক ইতেকাফ করা আবশ্যক। একুশ রমজান শুরু হওয়ার আগেই তাদেরকে ইতেকাফের নিয়তে মসজিদে ঢুকে যেতে হবে। ইসলামি হিসাবে দিন সূর্যাস্তের পর থেকে শুরু হয়। একুশ রমজান শুরু হয় বিশ রমজানের সূর্যাস্তের পর থেকেই। তাই যারা ইতেকাফে বসতে চান, তাদেরকে বিশ রমজান বিকেলে সূর্যাস্তের আগেই ইতেকাফের নিয়তে মসজিদে ঢুকে যেতে হবে। বিশ রোজার ইফতার তারা মসজিদে করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রমজানে শেষ দশকে ইতেকাফের অন্যতম প্রধান উদ্দেশ্য লাইলাতুল কদরের ফজিলত লাভ করা যেমন আমরা আবু সাঈদ খুদরির (রা.) বর্ণিত হাদিসটি থেকে বুঝতে পারি। অন্য একটি হাদিসে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। আয়েশা (রা.) থেকে বর্ণিত রয়েছে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোতে আপনারা লাইলাতুল কদর অনুসন্ধান করুন। (সহিহ বুখারি)

একুশ রোজার রাত অর্থাৎ বিশ রমজানের সূর্যাস্তের পর থেকে যে রাত শুরু হয় এটি শেষ দশকের একটি বেজোড় রাত। এ রাতটিও কদরের রাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এ রাতটি শুরু হওয়ার আগেই ইতেকাফ শুরু করার ব্যাপারে কোনো রকম গাফিলতি করা উচিত নয়।

ওএফএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।