প্রভাবশালী শীর্ষ ১৫ মুসলিমের তালিকায় এরদোয়ান-সালমান-তকি

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৫ আগস্ট ২০২১

জর্দান ভিত্তিক ‘রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রতিবছরের মতো এবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে। ২০২১ সালের ‘ম্যান অব দ্য ইয়ার ও ওমন অব দ্য ইয়ার নির্বাচনের পাশাপাশি ইসলামিক স্কলারদের মধ্যে যার প্রভাবশালী তাদের নামও এসেছে এ তালিকায়।

দ্য মুসলিম ফাইভ হান্ড্রেডস ওয়েব সাইটে প্রকাশিত তালিকায় ২০২১ সালে ম্যান অব দ্য ইয়ার নির্বাচতি হয়েছেন, চীনের নির্যাতিত উইঘুরদের পক্ষে লড়াই করে যাওয়া দেশটির সেন্ট্রাল মিনজু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ‘ইলহাম তোহতি। আর ওমেন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ভারতের প্রবীণ নারী বিলকিস বানু (৮২)।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় থাকায় বিভিন্ন দেশের রাজা-বাদশাহদের পাশাপাশি এবারও স্থান পেয়েছে অনেক ইসলামিক স্কলার। যাদের অনেকে আবার আছেন শীর্ষ ১৫’তে।

প্রভাবশালী শীর্ষ ১৫ মুসলিম
১. চলতি বছর এ তালিকায় শীর্ষে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ান।
২. সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ।
৩. ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।
৪. জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আলী-হুসেইন।
৫. পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি তকি ওসমানি। ২০২০ সালে তিনি ছিলেন প্রভাবশালী ৫০০ মুসলিমের মধ্যে প্রথম।
৬. মরক্কোর বর্তমান বাদশা ষষ্ঠ মুহাম্মদ
৭. আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান
৮. ইরাকে প্রভাবশালী শিয়া নেতা আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ আলী আল-হোসাইনী আস-সিস্তানী
৯. ইয়েমেনি সুন্নি সুফি ইসলামি পণ্ডিত; শিক্ষক, দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা এবং ডিন। আবুধাবিতে তাবাহ ফাউন্ডেশনের সুপ্রিম উপদেষ্টা কাউন্সিলের সদস্য

jagonews24
১০. মুসলিম আলেমদের আন্তর্জাতিক ইউনিয়ন সমিতির সদস্য, সৌদির প্রভাবশালী আলেম শায়েখ সালমান আল আওদাহ
১১. কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি
১২. ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো
১৩. আল আজহারের বর্তমান গ্র্যান্ড ইমাম এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রেসিডেন্ট আহমাদ আল-তায়িব।
১৪. সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দাল্লাহ বিন মাহফুদ ইবনে বাইয়্যাহ
১৫. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এ ছাড়াও শীর্ষ ৫০-এর তালিকায় রয়েছেন যেসব আলেম; তারা হলোন-
২৭. মাওলানা মাহমুদ মাদানি।
৩১. ড. ইউসুফ আল-কারযাভী।
৩৪ শায়েখ মাহমুদ আফেন্দী।
৩৫. মাওলানা তারিক জামিল।

এমএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।