ইফতার ও সাহরির সময়সূচি ২০২১
১৪৪২ হিজরির (২০২১) শাবান মাস ২৯ দিনে সম্পন্ন হয়েছে। ১৪ এপ্রিল গণনা শুরু হবে প্রথম রমজান। সেক্ষেত্রে আজ ১৩ মে সন্ধ্যায় পড়তে হবে তারাবিহ। শেষ রাতে সাহরি খেতে হবে।
বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের মানুষসহ মধ্যপ্রাচ্য ও বিভিন্ন দেশের অনেক মানুষই আজ ১৩ এপ্রিল রোজা পালন করছেন। রোজাদারদের জন্য ইসলামিক ফাউন্ডেশন ঘোষিত সাহরি ও ইফতারের সময়সূচি তুলে ধরা হলো-
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রথম রমজানের সাহরির শেষ সময় ভোর ৪:১৫ মিনিট। আর ইফতার হবে ৬:২৩ মিনিটে।
উল্লেখ্য রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সঙ্গে দেশের বিভিন্ন স্থানভেদে সাহরি ও ইফতারের সময় সূচি সর্বোচ্চ ১১ মিনিট যোগ করতে হবে এবং ১০ মিনিট বিয়োগ করতে হবে। আর সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদেকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরুর সময় সুবহে সাদেকের ৩ মিনিট পর রাখা হয়েছে।
এমএমএস/এএসএম