নির্ধারিত মসজিদে এবার তারাবিহ পড়তে দেবে মিসর

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০১ এপ্রিল ২০২১

এবারের রমজানে মিসরের মুসল্লিরা অনুমোদিত মসজিদে রাতের নামাজ (তারাবিহ) পড়তে পারবে। মহামারি করোনার কারণে গত বছর রমজনে মিসরের মসজদিগুলোতে তারাবিহ ও ইতেকাফ স্থগিত রেখেছিল দেশটির আওকাফ মন্ত্রণালয়। বুধবার থেকে ৮ লাখ ৪৫ হাজার কোভেক্স ভ্যাকসিন কর্মসূচিও শুরু করবে বলে জানিয়েছে দেশটি। স্বাস্থ্য বিষয়ক দফতরের তথ্যে স্থানীয় দৈনিক আহরাম পত্রিকার বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ।

আগামী ১৩ এপ্রিল থেকে (১৪৪২ হিজরির) রমজান শুরু হওয়ার আশা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সাবধানতা অবলম্বন পুরোপুরি না হবে ততক্ষণ পর্যন্ত পবিত্র রমজানের রাতের (তারাবিহ) নামাজ রাষ্ট্র কর্তৃক অনুমোদিত মসজিদেই আদায় করতে হবে। যদিও রমজানের রাতের এ (তারাবিহ) নামাজের জন্য ৩০ মিনিট সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।

মিসরে মহামারি করোনায় ২ লাখ ২ হাজার ১৩১ জন আক্রান্ত হয়েছে। ১১ হাজার ৯৯৫ জন মারা গেলেও করোনামুক্ত হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬৯৪ জন।

এদিকে দেশটি গত জানুয়ারিতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৫০ হাজার এবং গত কয়েক সপ্তাহ আগে সিনোফর্ম ভ্যাকসিনের ৬ লাখ ডোজ সরবরাহ করা হয়।

উল্লেখ্য, মিসরের মসজিদগুলোতে বড় জমায়েত আয়োজন এবং রাস্তায় দাতব্য সংস্থার আয়োজন নিষিদ্ধ রয়েছে তবে শিক্ষার্থীদের জন্য কিছু খেলাধূলার অনুমোদন রয়েছে।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।