শায়খুল হাদিস মকবুল হোসাইন আসগরীর ইন্তেকাল
ঐতিহ্যবাহী সিলেটের হজরত শাহ পরান জামেয়া ইসলামিয়ার শায়খুল হাদিস মাওলানা মকবুল হোসাইন আসগরী সোমবার দিবাগত রাত সাড়ে ৪টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাওলানা মকবুল হোসাইন আসগারী শাহ পরান জামেয়ায় ইলমে হাদিসের দারসের পাশাপাশি সিলেটের জামেয়া দারুস সালাম খাসদবির সহকারী শায়খুল হাদিস হিসেবেও ইলমে হাদিসের দারস দিতেন।
তিনি দারসে হাদিসের পাশাপাশি কুরআনের তাফসিরও পেশ করতেন। শায়খুল হাদিস ওয়াত তাফসির মাওলানা মাকবুল হোসাইন আসগরী রাহিমাহুল্লাহ একজন নিভৃতচারী জ্ঞানসাধক ছিলেন।
তিনি আল্লামা আবদুল্লাহ দরখাস্তি, হজরত ইদরিস কান্ধলভী ও আহমদ আলী লাহুরি রাহিমাহুল্লাহদের মতো ওলামা-আকাবিরদের প্রিয়ভাজন ছাত্র ছিলেন।
আল্লাহ তাআলা কুরআন-হাদিসের এ জ্ঞানসাধক মকবুল হোসাইন আসগরীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
এমএমএস/এএসএম