করোনার টিকা নিলেন কাবা শরিফের ইমাম শায়খ সুদাইসি

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২২ মার্চ ২০২১

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন কাবা শরিফ ও মদিনার মসজিদে নববির প্রেসিডেন্ট, প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি। এ সময় উপস্থিত ছিলেন পবিত্র নগরী মক্কার হেলথ ক্লাস্টারের সিইও ড. দিলশান আলি আব্বাস।

বাদশাহ আব্দুল্লাহ মেডিকেল সিটির করোনা ভ্যাকসিন সেন্টারে এ টিকা নিয়েছেন শায়খ আব্দুর রহমান আস-সুদাইসি।

সৌদি আরব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার দেশের নাগরিক ও দেশটিতে অবস্থানকারীদের মহামারি করোনায় যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।

শায়খ সুদাইসিসহ হারামাইন কর্তৃপক্ষ সৌদি আরবের গৃহীত পদক্ষেপ, নাগরিক ও অবস্থানকারীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিষেবা দেয়া নিয়ে সরকারের প্রশংসা করেছেন।

এমএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।