ঘর থেকে অজু করে নামাজে গেলে মিলবে যেসব নেয়ামত

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৯ মার্চ ২০২১

জামাআতে নামাজ পড়ার ফজিলত অনেক বেশি। কিন্তু কোনো ব্যক্তি যদি ঘর থেকে অজু করে নামাজে যায়; তবে এ ছোট্ট ও সহজ আমলের কারণে নামাজি ব্যক্তির জন্য রয়েছে বিশেষ ৩টি নেয়ামতের ঘোষণা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে তা বর্ণনা করেছেন। কী সেই বিশেষ নেয়ামত ঘোষণা?

> নামাজে রত থাকার সাওয়াব
কেউ যদি নিজ ঘরে অজু করে জামাআতে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যায়, তবে তাকে নামাজরত বলেই গণ্য করা হবে; যতক্ষণ না পর্যন্ত সে আবার নিজ ঘরে ফিরে আসে। হাদিসের বর্ণনা থেকে তা প্রমাণিত।
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ নিজ ঘরে অজু করে মসজিদের দিকে রওয়ানা করে; তখন তাকে নামাজরত বলেই গণ্য করা হয়। যতক্ষণ না সে আবার (নামাজ থেকে) ঘরে ফিরে আসে। সুতরাং সে যেন হাতের আঙ্গুলগুলোকে একটির মধ্যে আরেকটি ঢুকিয়ে না দেয় (অর্থাৎ নামাজের সময় হলে হাত ঘুটিয়ে ঘরে বসে না থাকে)।’ (ইবনু খুজাইমা, মুসতাদরেকে হাকেম)

> জামাআতে নামাজ পড়ার সাওয়াব
ঘর থেকে ভালোভাবে অজু করে জামাআতে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে জামাআত না পেলেও অবশ্যই জামাআতে নামাজ পড়ার সাওয়াব পাবে মুমিন। হাদিসে এসেছে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি ভালোভাবে অজু করে মসজিদে গেলো। অতঃপর দেখলো মানুষ নামাজ পড়ে ফেলেছে। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে (জামাআতে) নামাজ পড়া ব্যক্তিদের ন্যয় জামাআতে নামাজ পড়ার সাওয়াব দেবেন। এমনকি তাদের (জামাআতে নামাজ পড়া ব্যক্তিদের) সাওয়াবে একটুও ঘাটতি করা হবে না।’ (আবু দাউদ)

> ইহরামরত হাজির সাওয়াব
কেউ নিজ ঘর থেকে পবিত্রতার্জন (অজু) করে জামাআতে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে গেলে তাকে একজন ইহরামরত হাজির সাওয়াব দেয়া হবে। হাদিসে এসেছে-
হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি নিজ ঘর থেকে পবিত্রতার্জন (অজু) করে কোনো ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হয় তার সাওয়াব হবে একজন ইহরামরত হাজির ন্যয়।’ (আবু দাউদ)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের জন্য ঘর থেকে অজু করে নামাজের উদ্দেশ্যে বের হওয়া। তাতে জামাআত না পেলেও যেমন পাওয়া যাবে জামাআতে শরিক হওয়ার সাওয়াব। তেমনি ঘরে ফিরে আসা পর্যন্ত সময় নামাজে রত থাকার সাওয়াবও পাবে সে। আবার ইহরাম অবস্থায় থাকা হাজির মতো সাওয়াব মিলবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘর থেকে অজু করে জামাআতের উদ্দেশ্যে বের হওয়ার তাওফিক দান করুন। ঘর থেকে অজু করে যাওয়ার ছোট্ট আমলটি যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। হাদিসের ওপর আমল করে ঘোষিত ফজিল পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।