তাবলিগের ইজতেমা হল বুরকিনা ফাসোতে
মহামারি করোনার কারণে উপমহাদেশের বাংলাদেশ, ভারত পাকিস্তানে কোনো ধরণের ইজতেমা অনুষ্ঠিত না হলেও পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে ২০২১-এর আলমী শূরার ইজতেমা।
বুরকিনা ফাসোর আলমি শুরার ইজতেমায় অংশগ্রহণকারী বাংলাদেশি তাবলিগের সাথী সোহরাহ হোসাইনের তথ্য মতে, বুরকিনা ফাসোর রাজধানী উয়াগাদুগু শহরের পাশে কেন্দ্রীয় মারকাজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে এই ইজতেমা।
মহামারি করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে গত ২২ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হয়ে ২৪ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে অনুষ্ঠিত হওয়া এই ইজতেমা।
বাংলাদেশের তাবলিগ জামাতের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি মাওলানা আব্দুর রশিদসহ তারা তিনজন অংশগ্রহণ করেছেন বলেও জানান তাবলিগের এ সাথী।
বুরকিনা ফাসোয় অনুষ্ঠিত আলমী শুরার এ ইজতেমায় বয়ান করেছেন বাংলাদেশের কাকরাইলের মুরব্বী মাওলানা আব্দুর রশিদ সাহেব। তার আখেরি মোনাজাতের মাধ্যমেই শেষ হয়েছে এ ইজতেমা।
উল্লেখ্য করোনা পরিস্থিতি ও ভিসা জটিলতার কারণে এবছর অন্যান্য দেশ থেকে তাবলিগের অনেক সাথীরা আলমি শুরার এই ইজতেমায় অংশগ্রহণ করতে পারেনি। তবে বুরকিনা ফাসোর সাথীরা যথাযথ স্বাথ্যবিধি মেনে ইজতেমায় অংশ নিয়েছেন।
বুরকিনা ফাসোতে রাজধানী উয়াগাদুগু শহরের পাশে কেন্দ্রীয় মারকাজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হওয়া আলমি শুরার এ ইজতেমা থকে মোট ৬৬টি জামাত বের হয়েছে। এর মধ্যে তিন চিল্লা, এক চিল্লা, মাস্তুরাত ও তিন দিনের জামাতও রয়েছে।
এমএমএস/জেআইএম