২০২০ সালে যেসব আলেমে দ্বীন ইন্তেকাল করেছেন

সালাহ উদ্দিন মাহমুদ
সালাহ উদ্দিন মাহমুদ সালাহ উদ্দিন মাহমুদ , লেখক ও সাংবাদিক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০

২০২০ সালে বহুসংখ্যক আলেমে দ্বীন হারিয়েছে বাংলাদেশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ধর্মপ্রচারকগণ যুগ যুগ ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন মানুষের কাছে। তারা শান্তির বাণী প্রচার করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত এক বছরে এক ডজনেরও বেশি আলেমে দ্বীন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাদের এ শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। আসুন জেনে নেই কারা ইন্তেকাল করেছেন গত এক বছরে-

ইমদাদুল হক হবিগঞ্জী
বাংলাদেশের জাতীয় ঈদগাহের সাবেক ইমাম শায়খুল হাদিস আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী (৮১) ইংল্যান্ডের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। গত ৬ ডিসেম্বর দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

নূর হুসাইন কাসেমী
শায়খুল হাদিস নূর হুসাইন কাসেমী গত ১ ডিসেম্বর অসুস্থ হয়ে গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১০ ডিসেম্বর দুপুরে এইচডিইউ ইউনিটে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ ডিসেম্বর দুপুর ১টায় তিনি ইন্তেকাল করেন।

রহিম উল্লাহ কাসেমী
হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি রহিম উল্লাহ কাসেমী (৬৯) গত ২৫ নভেম্বর রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।

গোলাম সারোয়ার সাঈদী
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, পীরসাহেব গোলাম সারোয়ার সাঈদী (৫২) ইন্তেকাল করেন। তিনি ২১ নভেম্বর ভোররাত ৪টা ২০ মিনিটে ইন্তেকাল করেন।

শাহ আহমদ শফী
চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্তেকাল করেন। তিনি পুরান ঢাকার গেণ্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তোফাজ্জল হোসেন ভৈরবী
জনপ্রিয় বক্তা হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী ১১ জুন বিকাল সাড়ে ৩টায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ভৈরব বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নুরুল ইসলাম হাশেমি
গত ২ জুন ভোরে না ফেরার দেশে চলে যান দেশের শীর্ষস্থানীয় আলেম, শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম হাশেমি। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন প্রকৃত প্রেমিক হিসেবেই বেশি পরিচিত ছিলেন।

শাহ মোহাম্মদ তৈয়ব
শীর্ষস্থানীয় আলেম, চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া জিরি’র মুহতামিম আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব (৭৯) ইন্তেকাল করেন। হাসপাতালে জায়নামাজে সেজদারত অবস্থায় ২৪ মে দিবাগত রাত দেড়টায় তিনি ইন্তেকাল করেন।

মাওলানা মোজাম্মেল হক
তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল মারকাজের প্রবীণ শূরা সদস্য মাওলানা মোজাম্মেল হক (৯৫) গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আযহার আলী আনোয়ার শাহ
বাংলাদেশের প্রখ্যাত আলেম, কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী জামে মসজিদের খতিব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (৭৪) গত ২৯ জানুয়ারি রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।

হাফেজ তোফাজ্জল হক হবিগঞ্জী
সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আরাবিয়া ইসলামিয়া উমেদনগর মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা হাফেজ তোফাজ্জল হক হবিগঞ্জী (৮২) গত ৫ জানুয়ারি বিকাল ৪টা ৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।