বিশ্বনবি যে ৪ বিষয়ে আশ্রয় চেয়ে দোয়া করতেন

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:১১ এএম, ০৫ আগস্ট ২০২০

হজরত আবদুল্লাহ ইবনু আম‌র রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَدُعَاءٍ لاَ يُسْمَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ أَعُوذُ بِكَ مِنْ هَؤُلاَءِ الأَرْبَعِ
'হে আল্লাহ! তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি এমন মন থেকে যা (তোমার ভয়ে) ভীত হয় না; এমন দোয়া থেকে যা শোনা হয় না (প্রত্যাখ্যান করা হয়); এমন আত্মা থেকে যা পরিতৃপ্ত হয় না এবং এমন জ্ঞান থেকে যা কাজে আসে না। তোমার কাছে আমি এ চার জিনিস থেকে আশ্রয় চাই।' (তিরমিজি, তালিকুর রাগিব, আবু দাউদ)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন ৪টি বিষয়ে মহান আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করতেন। যে বিষয়গুলো সবার জন্য অকল্যাণ। উম্মতে মুহাম্মাদির জন্য এ দোয়াটি খুবই জরুরি।

যারা এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আল্লাহ তাআলা বান্দার এ আবেদনগুলো কবুল করলে ওই বান্দা দুনিয়া ও পরকালে হবেন সফল। উচ্চারণ ও অর্থসহ দোয়াটি তুলে ধরা হলো-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَدُعَاءٍ لاَ يُسْمَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ أَعُوذُ بِكَ مِنْ هَؤُلاَءِ الأَرْبَعِ
উচ্চারণ : 'আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ক্বাল্‌বিন লা ইয়াখশায়ু’; ওয়া দুআয়িন লা ইয়াসমায়ু; ওয়া মিন নাফসিন লা তাশবায়ু; ওয়া মিন ইলমিন লা ইয়াংফায়ু; আউজুবিকা মিন হাউলায়িল আরবায়ি।'

অর্থ : 'হে আল্লাহ! তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি এমন মন থেকে যা (তোমার ভয়ে) ভীত হয় না; এমন দোয়া থেকে যা শোনা হয় না (প্রত্যাখ্যান করা হয়); এমন আত্মা থেকে যা পরিতৃপ্ত হয় না এবং এমন জ্ঞান থেকে যা কাজে আসে না। তোমার কাছে আমি এ চার জিনিস থেকে আশ্রয় চাই।'

দুনিয়া এবং পরকালের কল্যাণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতে মুহাম্মাদির জন্য অসংখ্য আদেশ, নিষেধ এবং উপদেশ আরোপ করে গেছেন। যে কাজ করলে দুনিয়া ও পরকালের কল্যাণ হবে এবং যে কাজে উভয় জগতের ক্ষতি হবে, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন হাদিসে।

এ রকমই ৪টি অকল্যাণমূলক কাজ থেকে উল্লেখিত দোয়ার মাধ্যমে স্বয়ং বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। যা উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষা ও অনুকরণীয় ইবাদত ও দোয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিশ্বনবির শেখানো পদ্ধতিতে দোয়া করে উপরোক্ত চারটি বিষয়ের অকল্যাণ থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।