ঘুমে তৃপ্তি লাভে যে দোয়া পড়বে মুমিন

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৬ জুলাই ২০২০

ঘুম মানুষের জন্য বিশ্রাম স্বরূপ। অথচ এমন অনেক মানুষ আছেন, যারা ঘুমে প্রশান্তি পায় না। দুশ্চিন্তার কারণে অনেক সময় ঘুমাতে পারে না। আবার বিভিন্ন ভয় ও দুঃস্বপ্নের কারণেও অনেকে ঘুমাতে পারে না। না ঘুমানোর কারণে এসব মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাদের জন্য প্রশান্তির ঘুমা অনেক জরুরি।

তাই প্রশান্তিতে ঘুমানোর নিয়তে বিছানায় শুয়ে এ দোয়া পড়া-

لَا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ - لَهُ الْمُلْكُ وَ لَهُ الْحَمْدُ وَ هُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ - لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللهِ سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ للهِ وَ لَا اِلَهَ اللهُ وَاللهُ اَكْبَرُ

উচ্চারণ : 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। লা হাওলা ওয়া কুওয়্যাতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।'

অর্থ : আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তাঁর কোনো অংশীদার নেই, তাঁর জন্যই রাজত্ব এবং তাঁর জন্যই সব প্রশংসা। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া কোনো উপায় ও সামর্থ্য নেই। আল্লাহ পবিত্র এবং তাঁর জন্য সব প্রশংসা। আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহ নেই এবং আল্লাহ সবার চেয়ে মহান।' (ইবনে হিব্বান, ইবনে আবি শায়বা)

সুতরাং যাদের ঘুমের সমস্যা আছে, তাদের জন্য ঘুমের আগে বিছানায় শুয়ে এ দোয়া পড়া। আর তাতেই মহান আল্লাহর ইচ্ছায় ওই ব্যক্তি ঘুমে প্রশান্তি লাভ করবে। ঘুমের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘুমে প্রশান্তি লাভের তাওফিক দান করুন। ঘুমের আগে আল্লাহর প্রশংসায় নিজেকে নিয়োজিত করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।