মক্কা-মদিনায় আজকের জুমআ পড়াবেন যারা

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১:১০ এএম, ১৯ জুন ২০২০

পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববিতে যথাযথ নিয়ম মেনেই অনুষ্ঠিত হয় জুমআর নামাজ। সে আলোকে হারামাইন কর্তৃপক্ষ ২৭ শাওয়াল মোতাবেক ১৯ জুন পবিত্র জুমআ নামাজ আদায় ও খুতবা প্রদানের জন্য ইমাম নির্ধারণ করেছেন।

মহামারি করোনার কারণে নতুন নিয়মে যথাযথ সতর্কতার সঙ্গে মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদসহ দেশটির প্রায় সব মসজিদে নামাজ চালু রয়েছে। তবে সৌদি আরবের অন্যান্য মসজিদের মতো পবিত্র নগরী মক্কায় তথা কাবা শরিফে নামাজ আদায়ের সাধারণ ব্যবস্থাপনা এখনও শুরু হয়নি। তবে মসজিদে নববি নামাজের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। নতুন নিয়ম মেনে সতর্কতার সঙ্গে মসজিদে নববিতে নামাজ আদায় করছেন মুসল্লিরা।

মক্কা-মদিনায় আজকের জুমআর নামাজ ও খুতবার জন্য নির্বাচিত সম্মানিত ইমাম ও খতিবরা হলেন-
- কাবা শরিফের প্রসিদ্ধ ও প্রবীণ ইমামদের অন্যতম, বিশ্বব্যাপী সুকণ্ঠের অধিকারী হিসেবে পরিচিত শায়খ ড. সৌদ আল-শুরাইম।
- মদিনার মসজিদে নববির প্রসিদ্ধ ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বুয়াইজান।

পবিত্র নগরী মক্কা মুকাররমার কাবা শরিফ ও মদিনা মুনাওয়ারার মসজিদে নববিতে ১৫ মিনিটের মধ্যে খুতবা ও জুমআ আদায়ের ব্যাপারে সরকারি নির্দেশনা জারি রয়েছে। নতুন করে মসজিদে নামাজ চালুর সিদ্ধান্ত দেয়ার পর দেশটির সরকার মসজদি কর্তৃপক্ষ ও মুসল্লিদের জন্য নতুন করণীয় ও স্বাস্থ্য সতর্কতা বিষয়ক নিয়ম জারি করেছেন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।