প্রতিদিনের গোনাহ মাফে মুমিনের ছোট্ট আমল

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২:২১ পিএম, ০৪ জুন ২০২০

গোনাহ মাফের অসংখ্য আমল রয়েছে। কুরআন-সুন্নায় উঠে এসেছে এসব আমল। এসব আমলের প্রকৃত উদ্দেশ্য হলো বান্দা যেন কোনোভাবেই মুহূর্তের জন্যও আল্লাহর স্মরণ থেকে গাফেল না হয়। আল্লাহকে ভুলে না যায়। বান্দা যতক্ষণ আল্লাহকে স্মরণ করবে ততক্ষণ সে গোনাহমুক্ত থাকবে।

কেননা আল্লাহর স্মরণ মানুষকে গোনাহ সংঘটিত হওয়ার সব অন্যায় ও অপরাধ থেকে হেফাজত করে। এ কারণেই প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে স্মরণ করার জন্য ছোট্ট একটি আমলের কথা তুলে ধরেছেন। যে আমলে বান্দার প্রতিদিনের গোনাহ তিনি ক্ষমা করে দেবেন। যদি গোনাহ সমুদ্রের ফেনার পরিমাণও হয়। হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি দিনে এক শত বার পড়ে-
سُبْحَانَ اللهِ وَ بِحَمْدِهِ
উচ্চারণ : ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
অর্থ : আল্লাহ পবিত্র এবং প্রশংসাও তার। (এ ঘোষণা দেয়)
তার গোনাহ যদি সমুদ্রের ফেনারাশির সমানও হয় আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেন।' (বুখারি)

মুমিন মুসলমানের উচিত, প্রতিদিন ১০০ বার ছোট্ট এ আমলটি চালিয়ে যাওয়া। চাই তা একসঙ্গে কিংবা ভিন্নভাবে। যদি কেউ এক সঙ্গে এ আমলটি করতে না পারে, তবে প্রত্যেক ফরজ নামরে পর ভাগ করেও করতে পারেন। আর তাতে আমলকারী সমুদ্রের ফেনা সমান গোনাহ থেকে অর্থাৎ দিনের সব গোনাহ থেকেই মুক্তি পাবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিদিন ছোট্ট এ তাসবিহর আমল করার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আল্লাহর প্রশংসা ও স্মরণে গোনাহমুক্ত জীবন গঠন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।