ঘরে পরিবার নিয়ে যেভাবে জামাআতে নামাজ পড়বেন
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। লকডাউনে সীমিত আকারে ইমাম-মুয়াজ্জিন-খাদেমরা মসজিদে জামাআত চালু রেখেছেন।
লকডাউনে যারা বাড়িতে বা নিজ নিজ ঘরে পরিবার নিয়ে জামাআতে নামাজ পড়তে চান, তারা কীভাবে নামাজের জন্য জামাআতে দাঁড়াবেন। ‘হারামাইনডটইনফো’ ঘরে জামাআত আদায় করার একটি চিত্র প্রকাশ করেছে। কারণ জামাআতে নামাজের ব্যাপারে হাদিসে এসেছে-
‘একাকি নামাজ পড়ার চেয়ে জামাআতে নামাজ আদায়ে রয়েছে ২৭ গুণ বেশি সাওয়াব।’ (বুখারি ও মুসলিম)
ঘরে জামাআতে নামাজ আদায়ের জন্য ইমাম ব্যতীত এক বা একাধিক ব্যক্তি হলে জামাআতে নামাজ আদায় করা যায়। ইমাম ছাড়া অন্যরা যদি মাহরাম-নারী পুরুষ হয় তবে তারা কীভাবে নামাজের জন্য দাঁড়াবে?
পরিবারের জামাআতের নিয়ম
>> দুজন পুরুষ হলে
ইমামের একটু পেছনে ডান পাশে দাঁড়াবে।
>> নারী-পুরুষ একজন হলে
পুরুষ (স্বামী হলে) ইমাম হবে আর নারী (স্ত্রী হলে) বরাবর পেছনে দাঁড়াবে।
>> দুজন পুরুষ ও একজন নারী হলে
ইমামের একটু পেছনে ডান পাশে দাঁড়াবে পুরুষ (ছেলে) আর নারী (স্ত্রী হলে) দাঁড়াবে ঠিক ইমামের পেছনে।
>> নারী এক ও পুরুষ একাধিক হলে
ইমামের পেছনে পুরুষরা (ছেলেরা) দাঁড়াবে আর পুরুষদের পেছনে দাঁড়াবে নারী (ইমামের স্ত্রী/মা হলে)।
>> একাধিক পুরুষ হলে
ইমামের পেছনে পুরুষরা দাঁড়াবে।
>> একাধিক নারী-পুরুষ হলে
নারী পুরুষরা যদি মাহরাম হয় তবে ইমামের পেছনে পুরুষরা দাঁড়াবে। আর পুরুষদের পেছনে নারীরা দাঁড়াবে।
মহামারি করোনার এ প্রাদুর্ভাবের সময় যারা বাসায় বা ঘরে পাঞ্জেগানা, জুমআ বা তারাবিহ নামাজ পড়তে চান, তারা এ চিত্র অনুযায়ী জামাআতে নামাজ আদায় করতে পারবেন।
যারা জামাআতে তারাবিহ নামাজ আদায় করবেন তাদের জন্য রয়েছে একাকি নামাজ পড়ার চেয়ে ২৭ গুণ বেশি সাওয়াব লাভের সুযোগ।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রতিটি পরিবারকে লকডাউনের এ সময়ে নিজ নিজ ঘরে বা বাসায় জামাআতে নামাজ আদায় করার তাওফিক দান করুন। একাকি নামাজ পড়ার পরিবর্তে জামাআতে নামাজ পড়ে ২৭ গুণ বেশি সাওয়াব লাভের তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এমএস