ঘরে রমজানের ইবাদত করার নির্দেশ ইন্দোনেশিয়ার

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৫ এপ্রিল ২০২০

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া রমজানের ইবাদত স্থগিত করেছে। দেশটির ধর্মীয় মন্ত্রণালয় মসজিদের পরিবর্তে ঘরে রমজানের ইবাদত বন্দেগি করার নির্দেশনা জারি করেছে। খবর সিএনবিসি ইন্দোনেশিয়া।

কোভিড-১৯ এর কারণে ইন্দোনেশিয়া দেশের ধর্মীয় সব স্থাপনায় রাষ্ট্রীয় নির্দেশনা মেনে চলছে। রমজানের ইবাদতগুলো ঘরে পালন করার নির্দেশ দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।

খবরে আরও বলা হয়েছে, আগামী ২৩ এপ্রিল রোজা শুরু করবে ইন্দোনেশিয়া। এবারের রমজানের ইবাদত অন্যান্য বছরের তুলনায় আলাদাভাবে পালন করবে দেশটি।

দেশটির ধর্ম মন্ত্রণালয় গত ১০ এপ্রিল জনস্বার্থে কোভিড-১৯ রোধে এ সিদ্ধান্ত গ্রহণ করে।

দেশটির ধর্ম মন্ত্রণালয় মহামারি করোনাভাইরাস রোধে একসঙ্গে লড়াই করার জন্য ইন্দোনেশিয়ার জনগণের প্রতি আহ্বান জানান। সে লক্ষ্যে রমজানের সব ইবাদত-বন্দেগি জনস্বার্থে বাড়ি পালনের নির্দেশনা জারি করেন ধর্ম মন্ত্রণালয়।

বাড়ি বাড়ি রমজানের ইবাদত পালনে সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেন মন্ত্রণালয়। বাড়িতে ইবাদতের সময় নির্ধারিত দূরত্ব বজায় রাখারও আহ্বান জানান মন্ত্রণালয়।

নির্দেশনায় সাবান-পানি ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের প্রতিও গুরুত্বারোপের প্রতিও জোর তাগিদ দেয়া হয়েছে।

সর্বোপরি ধর্ম মন্ত্রণালয় জাতির প্রতি এ আহ্বান জানান যে, কোভিড-১৯ মোকাবিলায় এ যুদ্ধে জিতুন এবং সতর্কতা ও শৃঙ্খলা অবলম্বনের মাধ্যমে জাতীয় বীরের খ্যাতি অর্জন করুন।

উল্লেখ্য, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮৩৯। মারা গেছে ৪৫৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২৬ জন। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৪ হাজার ৩৮৩ জন। মৃত্যুবরণ করেছে ১ লাখ ২৬ হাজার ৮১১। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ লাখ ৮৫ হাজার ৩০৪ জন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।