করোনায় মৃতদের গোসল ও দাফনে স্বেচ্ছায় যে ১১ ব্যক্তি আগ্রহী!

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৪ এপ্রিল ২০২০

প্রাণঘাতী মহামারি করোনায় কিংবা করোনা সন্দেহে কোনো পুুরুষ ব্যক্তি মারা গেলে তাদের গোসল, জানাজা ও দাফনে স্বেচ্ছায় আগ্রহ প্রকাশ করেছে ১১ ব্যক্তি। এদের মধ্যে রয়েছে আলেম, হাফেজ, শিক্ষক, ছাত্র ও ব্যবসায়ী। এ ১১ জন্য স্বেচ্ছাসেবী ব্যক্তি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার অধিবাসী।

স্বেচ্ছায় আগ্রহী ১১ ব্যক্তি হলেন-
- মাওলানা জুবায়ের আহমেদ, মুহতামিম, মাদ্রাসা দারুল কারিম, হাজীগঞ্জ।
- হাফেজ আব্দুর রহমান, শিক্ষক, মাদ্রাসা দারুল কারিম, হাজীগঞ্জ।
- হাফেজ মো. জাবেদুল ইসলাম, শিক্ষক, মাদ্রাসা দারুল কারিম, হাজীগঞ্জ।
- মাওলানা আব্দুল কাদের, মুহতামিম, আশরাফুল উলুম মাদ্রাসা।
- মো. শরিফুল হাসান, শিক্ষক, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়।
- মোহাম্মদ রফিক, স্বত্বাধিকারী, আল আকসা ট্রেডার্স, হাজীগঞ্জ বাজার।
- মো. মনির হোসেন, সদস্য, মুক্তিযোদ্ধা মমিনুল হক ফাউন্ডেশন।
- মো. মাকসুদুন্নবি, সদস্য, মুক্তিযোদ্ধা মমিনুল হক ফাউন্ডেশন।
- মো. ইমাম হোসেন সুমন, সিএনজি চালক।
- মো. সুমন, স্বত্বাধিকারী, মোল্লা ট্রেডার্স, হাজীগঞ্জ বাজার।
- মো. আরিফ হোসেন, ছাত্র, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।

reli1

গত বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনায় মানুষের লাশ দাফন/সৎকারে মানুষ দরকার শিরোনামে সরকারি নির্দেশনার একটি ফেসবুক স্ট্যাটাস দিলে আলেম, হাফেজ, শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী ও ছাত্রসহ উল্লেখিত ১১ ব্যক্তি নিজেদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বরসহ একটি তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার কাছে প্রদান করেন।

মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে এ মহতি কাজে আগ্রহী হয়েছেন এই ১১ ব্যক্তি।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।