ইজতেমার দ্বিতীয় পর্ব বাদ জোহর আম বয়ানের মাধ্যমে শুরু হচ্ছে
টঙ্গীর তুরাগ তীরে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাদ জোহর আম বয়ানের মাধ্যমে মাওলানা সাদ কান্ধলভির অনুসারিদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। আগামী রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
বাদ জোহর আম বয়ান পেশ করবেন ভূপাল মুরব্বি ইকবাল হাফিজ। বয়ানের তরজমা করবেন, কাকরাইলের শীর্ষ মুরব্বি মাওলানা মনির ইউছুফ।
ইজতেমার মাঠের যাবতীয় কার্যক্রমের তত্ত্ববধানকারী নজমের সাথী ও জামাতের হাজার হাজার জিম্মাদার সারাদেশ থেকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতেই ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন। আসছেন সাধারণ মুসল্লিরাও।
ইজতেমা ময়দানে মুসল্লি সমাগম হওয়ায় বাদ ফজরই বয়ান শুরু হয়েছে। বাদ ফজর মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন, ভারতের মুফতি শেহজাদ। বয়ানের অনুবাদ করেন, কাকরাইল মসজিদের ইমাম মুফতি আজিম উদ্দিন।
প্রথম পর্বের মতো এ পর্বেও থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি শুরু হয়েছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আমির ইঞ্জিনিয়ার ওয়াসেফুল ইসলামের তথ্য মতে, পরিস্থিতি বিবেচনায় ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি এ ইজতেমায় আসবেন না।
তবে নিজামুদ্দিনের পক্ষ থেকে তাবলিগের শীর্ষ মুরব্বি ও আলেমসহ ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে বিশ্ব ইজতেমায় এসে পৌঁছেছেন। তাদের তত্ত্বাবধানেই পরিচালিত হবে বিশ্ব ইজতেমা।
এ ছাড়া বাংলাদেশের ৬৪ জেলা থেকে দ্বিতীয় পর্বের এ ইজতেমায় অংশগ্রহণ করতে আসছেন মুসল্লিরা। তারা জেলাভিত্তিক নির্ধারিত খিত্তায় অবস্থান নিচ্ছেন।
উল্লেখ্য যে, আলমি শুরার সাথীদের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে ১২ জানুয়ারি রোববার। ২০২১ সালে তারা দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজন করবে।
এমএমএস/এমএস