ওয়াজের সময় কালেমা পড়তে পড়তে ফিলিস্তিনি দাঈ’র ইন্তেকাল

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ১১ জানুয়ারি ২০২০

উসমান জাকাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিখ্যাত ইসলামিক স্কলার শায়খ আব্দুল লতিফ আবু খিত্বাব (৮৩) বিয়ের মজলিসে অতিথিদের উদ্দেশ্যে খোতবা দেয়ার সময় কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তার মৃত্যুর দৃশ্য ভাইরাল হয়ে যায়।

শায়খ আব্দুল লতিফ আবু খিত্বাব ফিলিস্তিনের অধিবাসী হলেও তিনি দীর্ঘ ৫০ বছর যাবত কুয়েতে বসবাস করে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে কুয়েতের একটি বিয়ে অনুষ্ঠানে তিনি বিয়ের ফজিলত ও স্বামী-স্ত্রীর পরস্পরের অধিকার সম্পর্কিত আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে তার কণ্ঠ ক্ষীণ হয়ে আসে। আর সে সময় তিনি কালেমা শাহাদাত পড়তে পড়তে ইন্তেকাল করেন।

বিয়েতে আলোচনার সে অনুষ্ঠানটির ভিডিও চলছিল। মুয়াবিয়া আল-আইশ নামে একজন সে ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ক্ষীণ কণ্ঠে কালেমা পড়তে পড়তে সোফায় ঢলে পড়ার দৃশ্য দেখেই পাশে বসা উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ তাকে ধরে ফেলেন।

শায়খ আব্দুল লতিফ আবু খিত্বাব ৫০ বছর আগে ফিলিস্তিন থেকে কুয়েতে আসেন। কুয়েতে আসার ৩ বছরের মধ্যে তিনি প্রতিষ্ঠা করেন কুয়েতের উসমান জাকাত ফাউন্ডেশন।

ফিলিস্তিনে জন্ম নেয়া শায়খ আব্দুল লতিফ আল-খিত্বাব কুয়েতের জনগণের কাছে ব্যাপক জনপ্রিয় আলেম হিসেবে সুপরিচিত।

শায়খ আব্দুল লতিফ আল-খিত্বাবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।