কাবা শরিফ ও মদিনায় ২০-২৬ অক্টোবর নামাজ পড়াবেন যারা
পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববির প্রতিদিনের নামাজের ইমামতির জন্য আগে থেকেই সিডিউল নির্ধারিত হয়। হারামাইন কর্তৃপক্ষ এ তালিকা তৈরি করে তা আগেই নির্ধারিত ইমামদের জানিয়ে দেন। আর সে সিডিউলের আলোকেই পরিচালিত হয় পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববির প্রতি ওয়াক্তের নামাজ।
২০-২৬ অক্টোবর ২০১৯ইং মোতাবেক ২১-২৭ সফর ১৪৪১হি. পর্যন্ত যারা মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে নামাজ পড়াবেন তাদের তালিকা প্রকাশ করেছেন হারামাইন কর্তৃপক্ষ। আর তা তুলে ধরা হলো-
এ সপ্তাহে কাবা শরিফে যারা ইমামতি করবেন-
>> ফজর ও আসর : শায়খ ড. বান্দার বিন আব্দুল আজিজ বালিলাহ। (নতুন খতিব)
>> জোহর ও মাগরিব : শায়খ ড. মাহের আল মুয়াইক্বালি।
>> ইসা : শায়খ ড. আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আস-সুদাইসি।
এ সপ্তাহে মদিনার মসজিদে নববিতে যারা নামাজ পড়াবেন-
>> ফজর : শায়খ ড.আলি ইবনে আব্দুর রহমান আল হুজাইফি।
>> জোহর : শায়খ ড. আহমাদ ইবনে তালিব ইবনে হামিদ। (নতুন খতিব)
>> আসর : শায়খ সালাহ বিন মুহাম্মাদ আল বাদির।
>> মাগরিব : শায়খ ড. হুসাইন বিন আব্দুল আজিজ আল-আশ-শায়খ।
>> ইশা : শায়খ ড. আহমদ বিন আলি হুজাইফি। (নতুন ইমাম)
উল্লেখ্য যে, গত ১৩ অক্টোবর এক রাজকীয় ফরমানের মাধ্যমে মক্কা ও মদিনার নতুন ইমাম ও খতিব নিয়োগ দেয়া হয়। তারা হলেন-
কাবা শরিফে নতুন খতিব হিসেবে দায়িত্ব পেয়েছেন-
> শায়খ ড. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ।
> শায়খ ড. আবদুল্লাহ বিন আওয়াদ আল জুহানি।
তারা উভয়ে দীর্ঘদিন ধরে কাবা শরিফের বিভিন্ন ওয়াক্তের নামাজের ইমামতি করে আসছিলেন।
কাবা শরিফের নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রিয় ক্বারী-
> শায়খ ড. ইয়াসির আদ-দাওসারি। তিনি রমজান মাসে কাবা শরিফে তারাবিহ ও তাহাজ্জুদ নামাজের ইমামতি করেছেন।
মসজিদে নববির নতুন খতিবের দায়িত্ব পেয়েছেন-
> শায়খ ড. আহমদ বিন তালিব হুমাইদ। তিনি এর আগে মসজিদে নববিতে বিভিন্ন ওয়াক্তে ইমামতি করতেন।
মসজিদে নববিতে নিয়োগ দেয়া নতুন দুই ইমাম হলেন-
> শায়খ ড. আহমদ বিন আলী হুজাইফি।
> শায়খ ড. খালেদ বিন সুলাইমান মুহান্না।
এদের মধ্যে শায়খ আহমদ বিন আলী হুজাইফি মদিনা শরিফের প্রবীণ ইমাম ও খতিব শায়খ হুজাইফির সন্তান। তারা উভয়েই বেশ কয়েক বছর ধরে মসজিদে নববিতে রমজানের তারাবির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৮ অক্টোবর) মক্কার মসজিদুল হারামে জুমার খোতবা ও নামাজের ইমাম ছিলেন প্রবীন ইমাম শায়খ ড. ওসামা খাইয়াত। আর মদিনার মসজিদে নববিতে জুমার খোতবা ও নামাজের ইমাম ছিলেন শায়খ ড. আব্দুল্লাহ বুয়াইজান।
এমএমএস/জেআইএম