কুরআন পড়ার ছবি নিলামে বিক্রি ৭৪ লাখ ডলার!

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯

১৩৯ বছরের পুরনো একটি চিত্রকর্ম। যা ১৮৮০ সালে ওসমান হামিদি বে নিজ হাতে অংকন করেন। এক নারীর কুরআন পড়ার একটি দৃশ্য কাপড়ের ক্যনভাসে আঁকেন তিনি।

আনাদুলো এজেন্সির তথ্য মতে, বিখ্যাত তুর্কি শিল্পী ওসমান হামিদি বে’র হাতে আঁকা তেল চিত্রকর্মটি গত শনিবার লন্ডনের বনহামসে নিলামে বিক্রির জন্য তোলা হয়। সেখানে এ বিখ্যাত চিত্রকর্মটি ৬৩ লাখ পাউন্ড তথা ৭৪ লাখ ডলারে বিক্রি হয়।

চিত্রশিল্পের ঐতিহাসিকদের তথ্য মতে, ওসমান হামিদি বে ৪১.১ সেন্টিমিটার এবং ৫১ সেন্টিমিটারের (১.৩৪ এবং ১.৬৭ ফুট) কাপড়ের ওপর তেল চিত্র কর্মটিতে নারীর কুরআন পড়ার একটি অনন্য দৃশ্যটি আঁকেন।

Quran

শিল্পী ওসমান হামিদ রে-এর আঁকা এ চিত্রকর্মটি স্বতন্ত্র্য বৈশিষ্ট্য অনন্য অংকন শৈলী বহন করে। ১৮৮০ সালে তিনি এটি তৈরি করেন। এ গুণী শিল্পী ১৯১০ সালে মারা যান।

একজন যুবতী নারীর পোশাক-পরিচ্ছেদ ও সুসজ্জিত ঘরোয়া পরিবেশে কুরআন তেলাওয়াতের এ ছবি অনন্য মর্যাদা স্থান পেয়েছে। ১৩৯ বছরের পুরনো অটোমান চিত্রশিল্পীর এ মূল চিত্রকর্মটিই নিলামে ৭৪ লাখ ডলারে নিলামে বিক্রি হয়।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।