মুহররম মাসে আশুরার রোজা কয়টি?

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৯

১০ মুহররম আশুরা। এ দিন রোজা রাখার কথা বলেছেন স্বয়ং বিশ্বনবি। বর্ণনা করেছেন এ দিনের রোজার বিশেষ ফজিলত। তিনি বলেছেন, রমজানের রোজা পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আশুরার রোজা। তোমরা এ দিনে রোজা রাখ।

হাদিসের ঘোষণায় আশুরার রোজা যেহেতু ফজিলতপূর্ণ। তাহলে আশুরায় কয়টি রোজা রাখবেন? ‘হ্যাঁ’, আশুরার রোজা মূলত ১০ মুহররমের রোজা। তবে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আশুরার রোজার সঙ্গে একটি রোজা বাড়িয়ে রাখার প্রতিও গুরুত্বারোপ করেছেন। হাদিসের বর্ণনায় বিষয়টিও সুস্পষ্ট হয়ে যায়-
صُومُوا عَاشُورَاءَ وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ، صُومُوا قَبْلَهُ يَوْمًا وَبَعْدَهُ يَوْمًا
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,ম ‘তোমরা আশুরার দিনে রোজা রাখ। আর তাতে ইয়াহুদিদের বিরোধিতা কর। আশুরার একদিন আগে কিংবা পরে একদিন রোজা রাখ।’ (ইবনে খুজায়মা)

সে হিসেবে ১০ সেপ্টেম্বর আশুরা। যারা ৯ মুহররম রোজা রেখেছে তারা ১০ মুহররম রোজা রাখার মাধ্যমে ২টি রোজা পূরণ করবেন। যারা ৯ মুহররম রোজা রাখেনি, তারা ১০ মুহররম ও ১১ মুহররম রোজা রেখে হাদিসের ওপর আমল করবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ১০ মুহররম আশুরার রোজা রাখার তাওফিক দান করুন। হাদিসের নির্দেশনা মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।