স্বাধীনতা লাভের পর নতুন পতাকা পেলো বাংসামোরো মুসলিমরা

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২৬ আগস্ট ২০১৯

বাংসামোরোর মুসলিমরা পেলো এবার নতুন পতাকা। চলতি বছরের ২১ জানুয়ারি গণভোটের মাধ্যমে বাংসামোরো অঞ্চল লাভ করে স্বায়ত্তশাসন। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মুসলিম জনপদ এটি। সংসদ সদস্যদের রায়ে বাংসামোরোর সরকারি পতাকা অনুমোদিত হয়েছে।

গত শনিবার (২৪ আগস্ট) ফিলিপাইনের সংসদে অধিকাংশ সংসদ সদস্যের রায়ে বাংসামোরোর অফিসিয়াল পাতাকা অনুমোদিত হলো। সংসদ সদস্য লানাঙ্গ আলী তার ফেসবুক পেজে সরকারি পতাকা লাভে শুকরিয়া আদায় করেছেন।

তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! বিল নম্বর ৭-এর মাধ্যমে স্বায়ত্তশাসিত বাংসামোরো অঞ্চলের অফিসিয়িাল পতাকা অনুমোদন বিল পাস হয়েছে।

এ স্ট্যাটাসের সঙ্গে সঙ্গে তিনি স্বায়ত্তশাসিত বাংসামোরো অঞ্চলের নতুন পতাকার ছবিও পোস্ট করেছেন।

Plag-1

উল্লেখ্য যে, মার্কিন যুক্তরাষ্ট্র যখন ফিলিপাইন দখল করে নেয়, সে সময় থেকে শুরু করে দীর্ঘদিন ধরে বাংসামোরোর মুসলিমরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর চলতি বছরের জানুয়ারি মাসে গনভোটের মাধ্যমে স্বাধীন ভূখণ্ড হিসেবে স্বায়ত্তশাসন লাভ করে।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।