কাবা শরিফ দেখেই যে দোয়া পড়বেন হাজিরা

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:১৮ এএম, ২২ জুলাই ২০১৯

হজ ও ওমরা পালনে কাবা শরিফ যাচ্ছেন মুসলিম উম্মাহ। ইহরাম বাধার পর দ্বিতীয় কাজই হচ্ছে কাবা শরিফ তাওয়াফ করা। সে কারণে প্রত্যেক হজ ও ওমরাহ পালনকারীকে মসজিদে হারামের ভেতরে কাবা শরিফে যেতে হয়।

এ পবিত্র স্থানে যেতে রয়েছে কিছু নিয়ম ও দোয়া। কাবা শরিফে প্রবশের নিয়ম ও দোয়াগুলো হাজিদের জন্য জেনে নেয়া জরুরি। আর তাহলো-

প্রথমেই মসজিদে হারামে প্রবেশে করতে হবে। আর সেক্ষেত্রে বাবুস সালাম তথা উঁচু স্থান দিয়ে প্রবেশ করাই উত্তম। মসজিদে হারামে প্রবেশ করার সময় ডান দিয়ে প্রবেশ করা এবং এ দোয়া পড়া-
أَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ وَ بِوَجْهِهِ الْكَرِيْمِ وَ بِسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
উচ্চারণ : আউজু বিল্লাহিল আজিম, ওয়া বি-ওয়াঝহিহিল কারিম, ওয়া বি-সুলত্বানিহিল কাদিমি মিনাশ শায়ত্বানির রাঝিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া সাল্লিম, আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিকা।

অর্থ : আমি মহান ও তার চেহারা ও চিরন্তন কর্তৃত্বের আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর অনুগ্রহ ও শান্তি বর্ষন কর। হে আল্লাহ! তুমি আমার জন্য তোমার অনুগ্রহের দরজাসমূহ খুলে দাও।’ (আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত)

এ দোয়ার ফজিলত সম্পর্কে আবু দাউদ ও মিশকাতে এসেছে, এ দোয়া পাঠ করলে শয়তান বলে- ‘লোকটি সারা দিনের জন্য আমার থেকে নিরাপদ হয়ে গেল।’
এ দোয়াটি মসজিদে হারাম, মসজিদে নববিসহ যে কোনো মসজিদে প্রবেশের সময় পড়া যায়।

মসজিদে হারামে প্রবেশের সঙ্গে সঙ্গেই দেখা সেই কাঙ্ক্ষিত ঘর কাবা শরিফ। যে ছুঁয়ে দেখতে ও তাওয়াফ করতে মুমিন মুসলমান থাকে আবেগ ও সম্মানে আত্মহারা।

কাবা শরিফ দেখার সঙ্গে সঙ্গে দুই হাত উঁচু করে বলবে-
اَللهُ اَكْبَر
‘আল্লাহু আকবার’

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু’হাত আকাশের দিকে ওঠিয়ে এভাবে দোয়া করতেন-
اَللهُمَّ زِدْ هَذَا الْبَيْتَ تَعْظِيْمًا وَ تَشْرِيْفًا وَ تَكْرِيْمًا وَ مَهَابَةً
وَ زِدْ مَنْ شَرَّفَهُ وَ كَرَّمَهُ مِمَّنْ حَجَّهُ اَوِ اعْتُمَرَهُ
تَشْرِيْفًا وَ تَكْرِيْمًا وَ تَعْظِيْمًا وَ بِرًّا
اَللهُمَّ اَنْتَ السَّلَامُ وَ مِنْكَ السَّلَامُ حَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ
উচ্চারণ : আল্লাহুম্মা যিদ হাজাল বাইতা তা’জিমান ওয়া তাশরিফান ওয়া তাকরিমান ওয়া মাহাবাতান;
ওয়া যিদ মান শাররাফাহু, ওয়া কাররামাহু মিম্মান হাজ্জাহু আওয়ি’তামারাহু
তাশরিফান ওয়া তাকরিমান ওয়া তাজিমান ওয়া বিররান;
আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়্যিনা রাব্বানা বিসসালাম।’

অর্থ : হে আল্লাহ! তুমি এ ঘরের মর্যাদা ও মহিমা এবং সম্মান ও সমীহ বৃদ্ধি করে দাও। যারা হজ করে, ওমরা করে এবং এই ঘরকে তাযিম ও সম্মান করে তাদেরও ইজ্জত, সম্মান ও মর্যাদা ও ছাওয়াব বাড়িয়ে দাও। হে আল্লাহ! তুমিই তো ‘সালাম’; শান্তি তো তোমারই পক্ষ হতে বর্ষিত। সুতরাং হে আমাদের প্রতিপালক! আমাদেরকে সুখ ও শান্তিতে জীবিত রাখুন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হজ ওমরা ও জিয়ারতের উদ্দেশ্যে মসজিদে হারামে প্রবেশের সময় এবং কাবা শরিফ দেখে এ দোয়াগুলো পড়ার মাধ্যমে যাবতীয় কল্যাণ লাভ ও শয়তানের ক্ষতি থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।