বাদশাহর আমন্ত্রণে মরক্কো যাচ্ছেন শাইখ আহমাদ বিন ইউসুফ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৫ মে ২০১৯

বাদশাহ মুহাম্মদের আমন্ত্রণে মরক্কো যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক শাইখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী।

কাতার এয়ারওয়েজেরে একটি ফ্লাইটে আজ রাত ৩টায় ঢাকা ত্যাগ করবেন তিনি।

মরক্কোর রাজপ্রাসাদে পবিত্র রমজান মাসে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুরুসে হাসানিয়া তেলাওয়াত অনুষ্ঠানে ষষ্ঠবারের মতো রাজকীয় অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন আহমাদ বিন ইউসুফ।

অনুষ্ঠানে রাজদরবারের সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের মন্ত্রীবর্গ, রাষ্ট্রদূত, বিভিন্ন বাহিনীর প্রধানসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত থাকবেন।

শাইখ আহমাদ বিন ইউসুফ মরক্কো অবস্থানকালীন জাতীয় মসজিদসহ বিভিন্ন শহর পর্যায়ে অনুষ্ঠিত ক্বিরাত সম্মেলনে তেলাওয়াত করবেন।

আগামী ২০ মে তার দেশে ফিরে আসার কথা রয়েছে। তিনি বাংলাদেশের বিশুদ্ধ তেলাওয়াত ও ক্বিরাতের পথপ্রদর্শক ক্বারি মো. ইউসুফ (রহ.) এর বড় পুত্র।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।