কাবা শরিফের ইমামের কণ্ঠে কুরআন শেখার অ্যাপ ‘মাসহাফুল হারামাইন’

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০:২০ এএম, ২৯ এপ্রিল ২০১৯

কুরআন নাজিলের মাস রমজান উপলক্ষ্যে পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় বিশেষ প্রস্তুতি স্বরূপ কুরআন পড়ার সহজ অ্যাপ চালু করতে যাচ্ছে হারামাইন কর্তৃপক্ষ।

‘মাসাহাফুল কুরআন’ নামে মক্কা ও মদিনার প্রধান ইমাম ড. শায়খ আব্দুর রহমান আস-সুদাইসির কণ্ঠে কুরআন তেলাওয়াতের একটি অ্যাপ তৈরি করা হয়েছে। এ অ্যাপের সাহায্যে রমজান মাসে মুসল্লিরা সহজে কুরআন পড়তে পারবে।

বিজ্ঞাপন

প্রযুক্তির নির্ভর অ্যাপের সাহায্যেই সহজভাবে কুরআন পড়ার পাশাপাশি কুরআন বুঝা এবং কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণও এ অ্যাপের মাধ্যমে জানা যাবে ।

দুই পবিত্র মসজিদের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে, গত ২৪ এপ্রিল মক্কা ও মদিনার প্রধান ইমাম ড. শায়খ আব্দুর রহমান আস-সুদাইসি তারতিলের সঙ্গে কুরআন পড়ার এ অ্যাপটি উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অ্যাপটিতে কুরআন তেলাওয়াতের সময় মোবাইল বা ট্যাবের স্ক্রিনে বাদশাহ ফাহাদ ফাউন্ডেশন থেকে প্রকাশিত পবিত্র কুরআনের মুদ্রণ কপি দেখা যাবে। অ্যাপটিতে কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণসহ বেশ কিছু তথ্য-উপাত্ত সংযোজন করা হয়েছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অ্যাপটি দেখতে ক্লিক করুন-

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।