এবার আয়ারল্যান্ডের নারী পুলিশরাও পরবে হিজাব!

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৮ এপ্রিল ২০১৯

ইউরোপের তৃতীয় বৃহত্তম ও বিশ্বের ২০তম বৃহত্তম দ্বীপ হলো আয়ারল্যান্ড। দ্বীপ রাষ্ট্র আয়ারল্যান্ডের পুলিশ বাহিনীতে কর্মরত নারীদের জন্য হিজাব পরার অনুমতি দেয়া হয়েছে। আয়ারল্যান্ডে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়কে পুলিশ বাহিনীর চাকরিত উৎসাহিত করতেই এ ঘোষণা। এমনটিই জানিয়েছেন আয়ারল্যান্ডের পুলিশ কমিশনার ড্রিউ হ্যারিস।

মুসলিম ধর্মাবলম্বী নারী সদস্যদের হিজাবের পাশাপাশি শিখ ধর্মাবলম্বীরা তাদের ঐতিহ্যগত পাগড়িরও পড়তে পারবে। আর আয়ারল্যান্ডের পুলিশ বিভাগ শুধু গঠনমূলক ও ইতিবাচকই নয় বরং তারা খুবই বৈচিত্র্যপূর্ণ বলেও জানান ড্রিউ হ্যারিস।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস এক সরকারী বিবৃতিতে উল্লেখ করেছে যে, তাদের পদ্ধতিটি ‘পিএসএনআই, পুলিশ স্কটল্যান্ড, নিউজিল্যান্ড পুলিশ, এনওয়াইপিডি এবং যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার অন্যান্য পুলিশ সার্ভিসগুলোর নিয়মনীতি অনুসরণ করে গঠন করা হয়েছে।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

>> যেসব দেশে হিজাব পরে ভ্রমণও নিষিদ্ধ

>> মুসলিম নারীরা হিজাব পরবে কেন?

২০১১ সালের আইরিশ আদমশুমারি অনুযায়ী, আয়ারল্যান্ডের মোট জনসংখ্যা ছিল ৬৪ লাখ। সে হিবেসে দেশটিতে মাত্র ১ শতাংশ মুসলিম বসবাস করে। ২০১৬ সালের প্রতিবেদন অনুযায়ী দেশটিতে মুসলমানের সংখ্যা হলো ৬৫ হাজার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মরক্কোর বিখ্যাত ভুগোলবিদ আল-ইদ্রিসি তার ‘তাবুলা রজারিয়িয়ানা’তে আয়ারল্যান্ডের পরিচয় তুলে ধরেন। যা ১২ শতাব্দীর বিশ্বকোষেও উল্লেখ হয়েছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

দ্বীপ দেশ আয়ারল্যান্ড বিভিন্ন ধর্মাবলম্বী নারী পুলিশদের শালীন ও স্বচ্ছন্দ্যের জন্য হিজাবসহ ধর্মীয় পোশাকের অনুমতি দেয়া হয়েছে। এর আগে আমেরিকা, স্কটল্যান্ড, তুরস্ক, অস্ট্রেলিয়াসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশে এ অনুমতি দেয়া হয়।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।