দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা জামিল আহমাদের ইন্তেকাল

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ০১ এপ্রিল ২০১৯

ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা জামিল আহমদ সিকরোড়ি ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল বিকেল ৫.১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বহু কিতাবের লেখক মাওলানা জামিল আহমদ দারুল উলুম ওয়াক্বফা’র সাবেক প্রধান মুহাদ্দিস ছিলেন। হানাফি মাজহাবের অন্যতম ফিকহি গ্রন্থ হেদায়ার ব্যাখ্যা গ্রন্থ আশরাফুল হেদায়াসহ অসংখ্য গ্রন্থ লিখেছেন মাওলানা জামিল আহমদ।

প্রথম দিকে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দেওবন্দের ডিকেজন হাসপালে চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দিল্লির জিটিবি হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ইলমে হাদিসের এ খাদেমকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।