কাবা শরিফে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ কুরআন!

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৭ মার্চ ২০১৯

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াতের সুবিধার্থে ব্রেইল বর্ণমালায় লিখিত পবিত্র কুরআনুল কারিমের পাণ্ডুলিপি বিতরণ করেছে হারামাইন কর্তৃপক্ষ।

হারামাইন শরিফের পরিচালক শেখ খালিদ বিন মুহাম্মাদ আল-হারেছি বলেন, ‘আল্লাহর ঘর জিয়ারতকারীদের জন্য ব্রেইল পদ্ধতির পবিত্র কুরআনের পাণ্ডুলিপি সংগ্রহ ও বিতরণ করা হয়েছে।

হজ ও ওমরা পালনকারীদের সুবিধার্থে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি করা হয়েছে ব্রেইল বর্ণমালার এসব পাণ্ডুলিপি। যাতে সহজেই দৃষ্টি প্রতিবন্ধীরা কারো সাহায্য ছাড়াই নিজেরা পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াত করতে পারে।

প্রাথমিকভাবে হারামাইন কর্তৃপক্ষ ছোট-বড় বিভিন্ন সাইজের ৪০টি পাণ্ডুলিপি মসজিদে হারামে বিতরণ করেছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালার কুরআনের পাণ্ডুলিপি ব্যবস্থাপনা হারামাইন কর্তৃপক্ষের প্রশংসনীয় উদ্যোগ।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।