দেওবন্দের স্টুডেন্ট ভিসা পাবেন যেভাবে

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৮ মার্চ ২০১৯

ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। এ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন দেখে অনেকেই। কিন্তু ভিসা জটিলতার কারণে অনেকের সে স্বপ্ন বাস্তবে ধরা দেয়নি। সম্প্রতি দারুল উলুম দেওবন্দে স্টুডেন্ট ভিসার মাধ্যমেই পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ এসেছে।

দেওবন্দের স্টুডেন্ট ভিসা পাবেন যেভাবে
দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করতে ইচ্ছক যে কোনো বাংলাদেশিকে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে নিতে হবে ‘স্টাডি ভিসা। আগের মতো টুরিস্ট ভিসায় দেওবন্দ গিয়ে আর ভর্তি হওয়া যাবে না।

দেওবন্দে পড়তে আগ্রহীদেরকে এনওসি (নো অবজেকশন সাটিফিকেট) দেবে দারুল উলুম দেওবন্দ। তবে এনওসি পেতে হলে শিক্ষার্থীর যেসব প্রয়োজনীয় কাগজ-পত্র পাঠাতে হবে। তাহলো-

- শিক্ষার্থীর বাবার নাম উল্লেখ করতে হবে।
- পত্রযোগাযোগের পূর্ণ ঠিকানা (বায়োডাটা) দিতে হবে।
- পাসপোর্টের ফটোকপি লাগবে।
- যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক তার বিবরণ পাঠাতে হবে।
- ৬ষ্ঠ, সপ্তম ও দাওরাহ বা অষ্টম শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে।
- বাংলাদেশের যে মাদরাসায় পড়াশোনা করছে, সেখান থেকে নিতে হবে চারিত্রিক সনদপত্র।
- শিক্ষাগত যোগ্যতার সব সনদের ফটোকপি জমা দিতে হবে এবং ভর্তির সময় সনদের মূলকপি দেখাতে হবে।
- ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- জামিয়া হুসাইনিয়া, আর্জাবাদ, মিরপুর, ঢাকা-এর মাওলানা ক্বারি আব্দুল খালিক অথবা বারিধারা মাদরাসার প্রধান মাওলানা নুর হোসাইন কাশেমি থেকে প্রত্যয়ন পত্র নিতে হবে। তবেই মিলবে স্টুডেন্ট ভিসা প্রাপ্তির প্রধান সাপোর্টিং ডকুমেন্ট ‘এনওসি’।

দারুল উলম দেওবন্দের পড়াশোনার ভাষা উর্দু। এক্ষেত্রে যেসব শিক্ষার্থী পড়াশোনা চালানোর মতো উর্দু জানবেন, তারা অগ্রাধিকার পাবেন।

দারুল উলুম দেওবন্দ বিনামূল্যে শিক্ষার্থীর শিক্ষা, থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।