মোবাইলে কুরআন শেখার সুবর্ণ সুযোগ!

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯

পবিত্র কুরআনুল কারিমের শিক্ষা ও গবেষণায় বিশ্বব্যাপী নানান উদ্যোগ অব্যাহত রয়েছে। শুধু সুস্থ মানুষের কুরআন শিক্ষার ব্যবস্থাই নয় বরং অসুস্থ বধির মানুষের জন্য কুরআনের শিক্ষা ব্যবস্থাও রয়েছেঠ চলমান।

সম্প্রতি তুরস্কের কাউনিয়া প্রদেশে ‘দারুল আফতা’ সংগঠনের পক্ষ থেকে মোবাইলের মাধ্যমে বিশ্বব্যাপী পবিত্র কুরআনুল কারিম শেখার এক অভিনব প্রশিক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে।

তুরস্কের নাগরিকরা যেমন ‘দারুল আফতা’ থেকে টেলিফোনের মাধ্যমে কুরআন তেলাওয়াত সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কে অবগত হতে পারবে। তেমনি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও এ সেবা গ্রহণ করতে পারবে মুসলিম উম্মাহ।

সে লক্ষ্যেই তুরস্কের কাউনিয়া প্রদেশের ‘দারুল আফতা’ সংগঠনটি এ মহতি প্রকল্পটি চালু করেছে।

উল্লেখ্য যে, ‘দারুল আফতা’ সংগঠনের কুরআন শিক্ষা প্রকল্পে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ব্যক্তি মোবাইল করে কুরআন তেলাওয়াত সম্পর্কিত শিক্ষা সহায়তা অর্জন করেছে।

আরও পড়ুন > বাড়িতে গিয়ে কুরআন শেখানোই যার কাজ

সময়ের অভবাবে যারা পবিত্র কুরআনুল কারিমে তেলাওয়াত শিখতে পারেন না, তাদের জন্য মোবাইলের মাধ্যমে কুরআন শিক্ষা গ্রহণের এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে দারুল আফতা।

বিশ্বব্যাপী প্রতিটি দেশেই এ ধরনের সুন্দর ও যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি। এ সুন্দর উদ্যোগ গ্রহণ করায় তুরস্কের ‘দারুল আফতা’ সংগঠনের প্রতি রইলো শুভ কামনা...

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।