বিশ্ব ইজতেমায় সোম ও মঙ্গলবার বয়ান করবেন যারা
টঙ্গীর তুরাগ তীরে ১৭ ফেব্রুয়ারি ২০১৯ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব। এ পর্বের দ্বিতীয় দিন সোমবার ও আখেরি মোনাজাতের দিন ময়দানের বয়ান নিয়ে গতকাল রাত ১০টায় নিজামুদ্দিন মারকাজের মুরব্বি ও চলতি ইজতেমার জিম্মাদার মাওলানা শামীম আহমদ-এর জিম্মাদারিতে মাশোয়ারা হয়েছে।
মাশোয়ারায় সোম ও মঙ্গলবারের বিভিন্ন বয়ানের ব্যাপারে ফয়সালা হয়েছে। আর তাহলো-
১৮ ফেব্রুয়ারি ২০১৯ রোজ সোমবার
- বাদ ফজর বয়ান: মাওলানা মুরসালিন, নিজামুদ্দিন মারকাজ।
অনুবাদক : মাওলানা আবদুল্লাহ মনসুর কাসেমি।
- তালিমের মুয়াল্লীমদের উদ্দেশ্যে বয়ান: সকাল সাড়ে ৯টায় মুফতি রিয়াছত আলী, নিজামুদ্দিন মারকাজ।
- প্রতি খিত্তায় তালিম : সকাল ১০টায় শুরু হবে।
- বাদ জোহর বয়ান : মুফতি শাহজাদ, নিজামুদ্দিন মারকাজ।
অনুবাদক : মাওলানা মনির বিন ইউসুফ।
- বাদ আছর বয়ান : সৈয়দ ওয়াসিফুল ইসলাম, আহলে শুরা, বাংলাদেশ।
- বাদ মাগরিব বয়ান : মাওলানা শওকত, নিজামুদ্দিন মারকাজ।
অনুবাদক : মাওলানা মুফতী জিয়া বিন কাসেম।
১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
- বাদ ফজর বয়ান : ইকবাল হাফিজ, নিজামুদ্দিন মারকাজ।
অনুবাদক : মুফতি উসাম ইসলাম।
- বয়ান, হেদায়েতের কথা : মাওলানা শামীম আহমদ, নিজামুদ্দিন মারকাজ ও ইজতেমার জিম্মাদার।
অনুবাদক : মাওলানা আশরাফ আলী।
- দোয়া : মাওলানা শামীম আহমদ, নিজামুদ্দিন মারকাজ ও ইজতেমার জিম্মাদার।
১৮ ফেব্রুয়ারী ২০১৯ রোজ সোমবার বিশেষ ব্যক্তিবর্গের আরো বয়ান-
- কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে বয়ান : সকাল সাড়ে ১০টায় বয়ান করবেন বাংলাদেশের ইকবাল হাফিজ ও এলাহাবাদের শাহেদ।
- খাওয়াছদের (ভিআইপি) বয়ান : সকাল ১০.৩০ মিনিটে বয়ান করবেন মুফতি সাজিদ, নিজামুদ্দিন মারকাজ।
- বধিরদের উদ্দেশ্যে বয়ান : মাওলানা ওমর মেওয়াতি, নিজামুদ্দিন মুরব্বি।
- আরবি খিত্তায় বয়ান : মাওলানা আব্দুল্লাহ, কাকরাইল।
- ইংরেজি খিত্তায় বয়ান : প্রফেসর লিয়াকত, নিজামুদ্দিন মারকাজ।
- মালশিয় খিত্তায় বয়ান : মুফতী শাহজাদ ও মুফতি রিয়াছত, নিজামুদ্দিন মারকাজ।
- উর্দু খিত্তায় বয়ান : মাওলানা শওকত, নিজামুদ্দিন মারকাজ।
- রুশ (রাশিয়া) খিত্তায় বয়ান : প্রফেসর নওশাদ, নিজামুদ্দিন মারকাজ।
- চায়না খিত্তায় বয়ান : মাওলানা আসআদ, নিজামুদ্দিন মারকাজ।
- খাওয়াছ বয়ান (ভিআইপি) : মাওলানা আলতমাস, নিজামুদ্দিন মারকাজ।
অনুবাদক : মাওলানা ইদরিস
- প্রসাশনের সাথে মোজাকারা : প্রফেসার লিয়াকত, নিজামুদ্দিন মারকাজ।
- ওলামাদের বয়ানের মিম্বর : মাওলানা শওকত, নিজামুদ্দিন মারকাজের আহলে শুরা ও মাওলানা আব্দুল বারি, শীর্ষ মুরুব্বি নিজামুদ্দিন মারকাজ।
- আরবি ত্বোলাবা বয়ান : মুফতী রিয়াছত ও মালানা ফারহান, নিজামুদ্দিন মারকাজ।
অনুবাদক : মাওলানা মুয়াজ বিন নূর।
আগামী ১৯ ফেব্রুয়ারি দুপুরের আগেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। দিল্লির নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি ও ইজতেমার জিম্মাদার মাওলানা শামীম আহমদ দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন।
এমএমএস/এমকেএইচ