কুরআনের যে পাণ্ডুলিপি দেখতে ভিড় করছে মানুষ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

দেড়শ কোটি মানুষের দেশ চীন। এশিয়ার অন্যতম বড় দেশও এটি। সম্প্রতি দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ছিংহাই ও গানসু প্রদেশে শুরু হয়েছে পবিত্র কুরআনের হাতে লেখা প্রাচীণ পাণ্ডুলিপির প্রদর্শনী। ৮৬৭ পৃষ্ঠায় হাতে লেখা দুই খণ্ডের পবিত্র কুরআনের প্রাচীণ পাণ্ডুলিপি দেখতে ভিড় করছে হাজার হাজার মানুষ।

চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় ছিংহাই প্রদেশে দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ গত ২৬ জানুয়ারি এ প্রদর্শনীর আয়োজন করে। আগামী ২৬ ফেব্রুয়ারি প্রদর্শনীটি শেষ হবে। এ পাণ্ডুলিপিটি দেখার জন্য প্রতিদিন ৬ হাজারেরও বেশি মানুষ প্রদেশটির সংস্কৃতি ও পর্যটন গ্যালারিতে উপস্থিত হচ্ছেন।

বিজ্ঞাপন

৬-৮ শত বছরের পুরনো হাতে লেখা পবিত্র কুরআনের এ পাণ্ডুলিপিটি এক পলক দেখার জন্য প্রদর্শনীর গ্যালারিতে বেশি ভিড় করছে ছিংহাই ও গানসু প্রদেশের সীমান্তবর্তী শহর শীনিংগ-এর উৎসুক জনতা।

jagonews

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অনুমান করা হচ্ছে যে, ১১ থেকে ১৩ শতকের কোনো এক সময়ে পবিত্র কুরআনের এ পাণ্ডুলিপিটি লেখা হয়েছিল। পাণ্ডুলিপির লেখাগুলো এখনো সুন্দর এবং উজ্জ্বল রয়েছে।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।