৪৯ দিনে যেভাবে কুরআন মুখস্ত করলেন শিশু রাফসান!

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৮ জানুয়ারি ২০১৯

 

কুমিল্লা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। এ স্কুল অ্যান্ড কলেজের রয়েছে হিফজ শাখা। রাফসান মাহমুদ জিসান এ হিফজ শাখারই ছাত্র। ৮ বছরের ছোট্ট রাফসান মাত্র ৪৯ দিনেই পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করে।

রাফসানের পথচলা শুরু যেভাবে
কুমিল্লা শহরের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের নুরানি শাখার ছাত্র রাফসান মাহমুদ জিসান। ২০১৬ সালের শেষ দিকে রাফসানের মা শাহিনা আক্তার নুরানি বিভাগের দ্বিতীয় বর্ষে ভর্তি করে দেন। ২০১৭ সালে রাফসান নুরানি পড়া শেষ করে।

২০১৮ সালে রাফসান হিফজ বিভাগে নাজেরা পড়া শুরু করে এবং নভেম্বরের আগেই তার পুরো কুরআন নাজেরা পড়া সম্পন্ন হয়।

হিফজ শুরু
২০১৮ সালের নভেম্বর মাসের ২ তারিখ রাফসান মাহমুদ জিসানকে কুরআন হিফজের সবক দেয়া হয়। সে দিন বিকালেই রাফসান পুরো ৩০তম পারা সবক শোনায়। আগে মুখস্ত আছে ভেবে হিফজ বিভাগের ওস্তাদ তাকে পরদিন অন্য পারা থেকে সবক দেয়া হয়।

কিন্তু না! রাফসান পরদিনও সে পাড়ার সবক সম্পন্ন করে ফেলে। রাফসানের হিফজের ওস্তাদ জামাল উদ্দিন ও আবুল হাসান জানান, ‘তখনই আমরা নিশ্চিত হয়ে যাই যে, রাফসান বিশেষ মেধার অধিকারী। অন্য বাচ্চাদের মতো নয়। তার মুখস্ত শক্তি হিফজ বিভাগের শিক্ষক ছাত্রদেরকে অবাক করে দেয়।’

রাফসান মাহমুদ জিসান ধাপে ধাপে মোট ৪৯ দিনে পুরো ৩০ পাড়া কুরআন মুখস্ত করতে সক্ষম হয়। রাফসান এখন পুরো কুরআন শরিফ ইয়াদ রাখতে নিয়মিত ওস্তাদদেরকে শুনানি করছে।

ছোট্ট রাফসান মাহমুদ জিসান কুমিল্লার মনোহরগঞ্জ থানার বিপুলাসার ইউনিয়নের কাশিপুর গ্রামের প্রবাসী বাহার উদ্দিন ও শাহিনা আক্তারের ছেলে।

রাফসানের এ অসাধারণ কৃতিত্বে তার মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও গ্রামের লোকেরা খুশি হয়ে তার জন্য দোয়া করছেন।

আল্লাহ তাআলা কুরআনের ছোট্ট পাখি রাফসান মাহমুদ জিসানকে কুরআনের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।