আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৯-এ অংশগ্রহণ করবেন যারা

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯

আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মসজিদ বায়তুল মুকাররামে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠকারীদের নিয়ে ক্বিরাত মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার সকাল ৯টায় শুরু হবে এ ক্বিরাত সম্মেলন।

বিভিন্ন দেশের আমন্ত্রিত মেহমানগণ,বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথীবৃন্দ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ অনেকেই এ সম্মেলনে অংশ গ্রহণ করবেন ।

এবারের ক্বিরাত সম্মেলন যাদের তেলাওয়াতে মুখরিত হবে, তারা হলেন-
> শাইখ ইয়াসির মাহমুদ শারকাওঈ, মিসর।
> শাইখ আব্দুর রহমান সা’দিয়ান, দক্ষিণ আফ্রিকা।
> ক্বারি হামীদ শাকেরনেজাদ, ইরান।
> ক্বারি ইয়াসার চৌহাদার, তুরস্ক।
> ক্বারি নোমান পিমবায়াবায়া, ফিলিপাইন এবং
> শাইখুল কুররা শাইখ আহমদ বিন ইউসুফ আল-আজহারি, বাংলাদেশ।

Kirat

এছাড়াও ব্রুনাই, মালয়েশিয়াসহ দেশের শ্রেষ্ঠ কারিগণ এবারের ক্বিরাত সম্মেলন পবিত্র গ্রন্থ কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করবেন।

১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধান কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আল আযহারি।

উল্লেখ্য যে, ১৯৬৬ সালে বাংলাদেশের প্রধান কারি মাওলানা মুহাম্মদ ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির হাত ধরে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের ঐতিহাসিক ক্বিরাত সম্মেলন শুরু হয়েছিল।

এবারও ক্বিরাত সম্মেলনের পৃষ্ঠপোষকতায় থাকবেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সূফী মুহাম্মদ মিজানুর রহমান এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর কর্তৃপক্ষ কুরআন প্রেমিক মুসলমানদেরকে ক্বিরাত মাহফিল উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।