জাপানি শিশু আব্বাদের কুরআন তেলাওয়াত

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

৬ বছরের ছোট্ট বালক সাইয়্যেদ ওউন আব্বাদ কামৌরা। ইতিমধ্যে পবিত্র কুরআনের শেষ ১০ পাড়া মুখস্ত করেছে সে। শিশু আব্বাদের সুললিত কণ্ঠের চমৎকার তেলাওয়াত শ্রোতাদের মুগ্ধ করেছে।

পাকিস্তানি বংশোদ্ভূত আব্বাদের জন্ম ও বেড়ে ওঠা এশিয়ার শিল্পোন্নত দেশ জাপানে।

সম্প্রতি জাপানের রাজধানী টোকিও'র ইরানি সাংস্কৃতিক কেন্দ্রে ৩০০ অতিথির সামনে সাবলিলভাবে তার কুরআন তেলাওয়াত সবাইকে মোহিত করেছে। সুললিত কণ্ঠে সে কুরআনুল কারিমের ৯০তম সুরা`সুরা আল-বালাদ’র তেলাওয়াত করেছে ।

আরও পড়ুন > দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কুরআন শিক্ষার ‘ই-লার্নিং’ পদ্ধতি চালু

জাপানে বসবাসরত মিষ্টি চেহারার ছোট্ট আব্বাদ কামৌরা'র জন্য রইলো শুভ কামনা।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।