মক্কা-মদিনায় প্রতিবন্ধী হাজিদের জন্য বিশেষ সেবা

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ এএম, ১৯ ডিসেম্বর ২০১৮

ওমরা, হজ ও জিয়ারতের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বছরব্যাপী অনেক প্রতিবন্ধী পবিত্র নগরী মক্কা ও মদিনায় উপস্থিত হয়। এ সব প্রতিবন্ধীদের জন্য সৌদি হজ কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিশেষ সুবিধা অব্যাহত রাখে।

Hajj-1

প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধর্মীয় বইয়ের সঙ্গে থাকছে কুরআনের ব্রেইল পদ্ধতির পাণ্ডুলিপিসহ বেশ কিছু নতুন সুবিধা। যার ব্যবহারে সব প্রতিবন্ধীরাই বিশেষ সুবিধা লাভ করবে। সহজে সম্পাদন করতে পারবে ওমরা ও হজের কার্যক্রম। প্রতিবন্ধী দর্শনার্থী, ওমরা ও হজ পালনকারীরা মক্কা-মদিনা জিয়ারতে যেসব বিশেষ সুবিধা পাবে তা এক নজরে দেখে নিন-
> দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির কুরআনুল কারিমের পাণ্ডুলিপির সু-ব্যবস্থা।
> প্রতিবন্ধীদের জন্য ওমরা ও হজ সম্পাদনের জন্য বিশেষ গাইড নিয়োগ।
> শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষ সাইন তথা দিক-নির্দেশনা সম্বলিত চিহ্ন ব্যবস্থা।
> বাক প্রতিবন্ধীদের জন্য দোভাষী নির্দেশক তত্ত্বাবধায়ক নিয়োগ।
> মসজিদে হারাম ও মসজিদে নববিতে নামাজ ও ইবাদতে আসা-যাওয়ার স্পেশাল গাইড নিয়োগ।
> তাওয়াফ ও সাঈ’র জন্য ইলেকট্রিক হুইল চেয়ারের ব্যবস্থা।

Hajj-2

আরও পড়ুন > অবশেষে সৌদি ভ্রমণের সুযোগ পাবে ওমরাকারীরা 

প্রতিবন্ধীরা যাতে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে ওমরা, হজ ও জিয়ারত সম্পন্ন করতে পারে সে জন্য এ বিশেষ ব্যবস্থাগুলো করা হয়েছে।

Hajj-3

সর্বোপরি প্রতিবন্ধীদের যে কোনো ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সৌদি হজ কর্তৃপক্ষ সার্বিক ব্যবস্থাপনা ও নতুন নতুন চাহিদা ও সমস্যা সমাধানের চেষ্টা করছে।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।