৯শ’ বছরের প্রাচীন মসজিদ ফিরে পাচ্ছে হারানো রূপ

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৯ ডিসেম্বর ২০১৮

৯শ’ বছরের সুপ্রাচীন আল-নুরি জামে মসজিদ। ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর মসুলে অবস্থিত। ২০১৭ সালে সন্ত্রাসীদের সঙ্গে ভয়াবহ যুদ্ধে মসজিদটি ধ্বংসস্তুপে পরিণত হয়। সংযুক্ত আরব আমিরাতের অর্থ সহায়তায় ইউনেস্কোর তত্ত্বাবধানে মসজিদটির পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে।

ঐতিহাসিক সুপ্রাচীন আল-নুরি মসজিদটি হিজরি ৬ষ্ঠ শতকের দিকে (জঙ্গিয়ান শাসনামলের তুর্কি শাসক) নুরুদ্দিন জাঙ্গি মসজিদটি নির্মাণ করেন।

মসজিদটি নির্মাণের পর থেকে বেশ কয়েকবার পুনঃনির্মাণ করা হয়। ২০১৭ সালে সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণে ধ্বংস হওয়ার আগে ১৯৪৪ সালে সর্বশেষ মসজিদটি পুনঃসংস্কার করা হয়েছিল।

Mosque-1
উল্লেখ্য যে, ২০১৪ সালে আইএসের নেতা নেতা আবু বকর আল-বাগদাদি এ মসজিদ থেকেই খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। ২০১৭ সালে মসজিদটি আইএস-এর কবল থেকে রক্ষায় ভয়াবহ যুদ্ধে ধ্বংস হয়ে যায়।

আরও পড়ুন > মসজিদে নববির সবুজ গম্বুজের অজানা তথ্য 

মসুলের দৃষ্টিনন্দন প্রাচীন এ বৃহৎ মসজিদটি স্থাপত্য শিল্পের অনন্য নির্দশন ছিল। যদিও নির্মাণকারী প্রতিষ্ঠান মসজিদটি নির্মাণে সময় নিয়েছে প্রায় ৫ বছর। মসজিদটিকে আগের রূপে ফিরিয়ে আনতে সময় লাগবে প্রায় ৩ বছর।

ইরাকের সুন্নি প্রধান আব্দুল আজেফ আল-হুমায়িমসহ মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেশি-বিদেশি বহু সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।