মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের বিরোধিতায় শিবপাল যাদব

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮

অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের বিরোধিতা করে বক্তব্য দেন ভারতের প্রগতিশীল সমাজবাদী পার্টি (লোহিয়া) প্রধান শিবপাল যাদব।

গতকাল রোববার (০৯ ডিসেম্বর) লখনৌর এক বিশাল সমাবেশে তিনি বলেন, অযোধ্যার বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা উচিত নয়।

তিনি আরো বলেন, ‘অযোধ্যার এ জমি বিতর্কিত। রাম মন্দির নির্মাণ করতে হলে তা সরজু নদীর তীরে নির্মাণ করুন। বাবরি মসজিদে জায়গায় নয়। কারণ এতে হিন্দু-মুসলিম সম্প্রতি নষ্ট হতে পারে।

উল্লেখ্য যে, ভারতের অযোধ্যায় ১৫২৭ খ্রিস্টাব্দে ভারতের প্রথম মোঘল সম্রাট বাবরের আদেশে নির্মিত হয় বাবরি মসজিদ। তার নামানুসারেই এ মসজিদ নামকরণ করা হয়। যা ১৯৯২ সালে শিবসেনা সদস্যরা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের চেষ্টা চলছে।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।