কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৭ নভেম্বর ২০১৮

মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন পবিত্র কাবা শরিফ। আর চাঁদ হলো সুন্দরের তুলনা ও সুন্দরের প্রতীক। গতকাল ২৬ নভেম্বর (সোমবার) ভোর রাতে দুনিয়ার সবচেয়ে মর্যাদার স্থান পবিত্র কাবা শরিফ এবং শান্তির প্রতীক চাঁদ-এর সরাসরি মিলন স্থাপিত হয়। সৌদি গ্যাজেট এ তথ্য নিশ্চিত করেছে।

পবিত্র নগরী মক্কার অধিবাসীসহ সেখানে অবস্থানরত মুসলিম উম্মাহ অভাবনীয় ও সম্পূর্ণ ব্যতিক্রম এ দৃশ্য অবলোকন করলো। সোমবার ভোরে চাঁদ একেবারেই ঠিক কাবাঘরের ওপরে এসেছিল।

Kaaba-1

আরও পড়ুন > মসজিদে নববির সবুজ গম্বুজের অজানা তথ্য

আলোকচিত্র শিল্পীর ক্যামেরায় সে দৃশ্য ওঠে এসেছে। গ্রান্ড মসজিদ বাইতুল হারামের দুই মিনার ও কাবাঘরের ঠিক ওপরে আকাশে চাঁদটি খাঁড়াভাবে অবস্থান করছিলো।

উল্লেখ্য যে, সূর্য প্রতি বছর ২ বার ঠিক কাবা ঘরের ওপরে অবস্থান করে।

এমইউ/এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।